এক্সপ্লোর
Child Bath In Winter : শীতে বাচ্চাকে রোজ স্নান করানো কি ঠিক? মনে রাখতেই হবে এই নিয়ম

শীতে শিশুর যত্ন
1/10

কখনও এক ধাক্কায় পারদ নামছে, কখনও আবার এমন আবহাওয়া, গরম কালকেও হার মানায় । আর এতে শিশুদের অবস্থা বেশ কাহিল।
2/10

শীতে বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। তারই কয়েকটি সমাধান। এই নিয়ে বিস্তারিত আলোচনায় শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিতা গিরি সরকার।
3/10

শীতে কি শিশুকে রোজ স্নান করাতে হবেই ? ডা. গিরি জানালেন, এই ক্ষেত্রে কোনও কড়া নিয়ম নেই। মূল কথা হল পরিচ্ছন্নতা।
4/10

রোজ স্নান না করালেও অল্টারনেটিভ দিনে রোজ স্পঞ্জ করা প্রয়োজন । সেই সঙ্গে মাথায় রাখতে হবে, শিশুর গায়ে, মাথায় , জিভে, কানে , কোথাও যেন ময়লা না জমে যায়। তাহলে ত্বক আরও বেশ ফাটতে পারে শুষ্কতায়।
5/10

একদম সদ্য জন্মানো শিশুকে রোজ স্নান করান অনেকেই। তবে নতুন মায়েরা সবসময় পটু ভাবে সদ্যোজাতকে স্নান করাতে পারেন না। হালকা গরম জল দিয়ে শিশুর গা স্পঞ্জ করা যেতে পারে।
6/10

অভিভাবকদের অনেকেরই ধারণা, বুকে-পিঠে তেল মালিশ করে দিলে বুঝি সর্দি উঠে যাবে। না, তা একেবারেই নয়।
7/10

উষ্ণ তেল মালিশে বাচ্চার আরাম হয়, রক্ত সঞ্চালন ভাল হয় ঠিকই। কিন্তু তার সর্দি সারে না এতে।
8/10

মনে রাখতে হবে, সব তেল শিশু শরীরের উপযুক্ত নয়।একবার বাচ্চার Rash বেরিয়ে গেলে কষ্ট কিন্তু কমার বদলে বেড়ে যাবে
9/10

মালিশ করতে একান্তই চাইলে বরং বেছে নিন নারকেল তেল বা অলিভ অয়েল।
10/10

সর্দি কাশি হলে নজর রাখুন, শ্বাসকষ্ট হলে ঘরোয়া টোটকায় ভরসা না করে চিকিৎসকের দ্বারস্থ হোন।
Published at : 09 Feb 2022 08:12 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
