এক্সপ্লোর
Pimple Scar Prevention: ব্রণ ফাটিয়ে ফেললেও দাগ হবে না মুখে, মেনে চলুন এই নিয়মগুলি...
Pimple Scar: ব্রণ কখনওই ফাটানো উচিত নয়। কিন্তু ফাটিয়ে ফেললে কী করণীয়, জানুন। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

ব্রণর সমস্যা যাঁদের রয়েছে, তাঁরাই বোঝেন কী জ্বালা। হাজার চেষ্টা সত্ত্বেও নিজেদের বেঁধে রাখতে পারি না আমরা। আপনা আপনি মুখে হাত চলে যায়, ব্রণ ফাটিয়ে ফেলি আমরা।
2/10

কোনও অবস্থাতেই ব্রণ ফাটানো উচিত নয় বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা। কিন্তু ব্রণ ফাটিয়ে ফেললেও, দাগ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত।
3/10

ব্রণ ফাটিয়ে ফেললে কোলাজেনের উৎপাদন অস্বাভাবিক জায়গায় পৌঁছে যায়। সুষ্ঠু পদ্ধতিতে ওঠে না ক্ষত, যার ফলে দাগ রয়ে যায় ত্বকের উপর। তাই ব্রণ ফাটিয়ে ফেললে সাবধানী হোন।
4/10

ব্রণ ফাটিয়ে ফেললে প্রথমেই ক্ষত পরিষ্কার করুন। হালকা ক্লেনজার দিয়ে দিনে দু'বার ক্ষত পরিষ্কার করুন, যাতে ময়লা, তেল ঢুকতে না পারে। মোটেই ঘষবেন না জায়গাটি। এতে ত্বক জ্বালা করার পাশাপাশি, ক্ষত শুকোতেও দেরি হবে।
5/10

ক্ষত পরিষ্কারের পর স্যালিসিলিক অ্যাসিড, বেনজয়েল পারক্সাইড, সালফার যুক্ত ক্রিম ব্যবহার করুন, যা দাগ নিরাময় করে।
6/10

ভুলেও ব্রণ ফাটানোর পর ভিটামিন সি, রেটিনয়েডস যুক্ত কিছু লাগাবেন না ক্ষতের উপর। এতে ত্বকের অস্বস্তিও বাড়বে, ক্ষত আরও গভীর হবে। পরিবর্তে হালকা, গন্ধমুক্ত ময়েশ্চারাইজার বা সানস্ক্রিনও লাগাতে পারেন।
7/10

ব্রণ ফাটিয়ে ফেললে, তার উপর পিম্পল প্যাচ লাগিয়ে রাখতে পারেন, যা ব্যান্ডেডের মতো দেখতে। এতে ক্ষত থেকে নির্গত তরল তাতে আটকে যাবে। দাগ বাডা়র সম্ভাবনা কমবে।
8/10

ব্রণ ফাটিয়ে ফেললে আর খোঁটাখুঁটি না করাই ভাল। এতে ক্ষতে সংক্রমণ ছড়াতে পারে। এতে দাগও গভীর হবে। খোঁটাখুঁটি করলে ক্ষত সারতেও দেরি হবে।
9/10

ব্রণ ফাটিয়ে ফেলার পর ক্ষতের উপর বরফ ঘষতে পারেন। আবার ঠান্ডা জলে ভেজানো তোয়ালে বা রুমালও চাপা দিয়ে রাখতে পারেন। এতেও উপকার মিলবে।
10/10

হাজার সতর্কতা সত্ত্বেও যদি দাগ না রোখা যায়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 13 Nov 2024 09:47 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
