এক্সপ্লোর
Christmas 2021 Decoration: আসছে বড়দিন, কীভাবে এদিন নিজের বাড়িটাকে সাজিয়ে তুলবেন?

বড়দিন
1/10

কয়েকটা দিন পরই আসতে চলেছে বড়দিন। বাচ্চা থেকে বড় সকলের কাছেই এই দিনটা অন্যতম আকর্ষণের।
2/10

বড়দিন আসার আগে থেকে নতুন বছর শুরু পর্যন্ত চলছে থাকে উৎসব। এই সময়ে বহু বাড়িতে আসেন অতিথিরাও।
3/10

তাই এই সময়ে বাড়িটাকেও সাজিয়ে ফেলা দরকার বড়দিনের উপযুক্ত করেই। দেখে নেওয়া যাক কিছু সহজ পদ্ধতি, যার মাধ্যমে বড়দিনে বাড়িটিকে এমনভাবে সাজিয়ে ফেলতে পারবেন, যা বাকিদের চোখ ধাঁধিয়ে দেবে।
4/10

বড়দিনের আগে থেকেই দোকানে নানা রংয়ের রকমারি জিনিস কিনতে পাওয়া যায়। বড়দিনের বাড়ি সাজানোর জিনিস আগে কিনে আনতে হবে।
5/10

বাড়ির বিভিন্ন জায়গায় তুলোর মাধ্যমে নকল বরফ এবং তার মধ্যে পুতুল বসিয়ে দিন।
6/10

বড়দিনে বাড়িতে ক্রিসমাস ট্রি থাকবে না, তা তো হয় না। বাড়ি সাজানোর জন্য ক্রিসমাস ট্রি নিয়ে আসুন বেশ কয়েকটি। তার মধ্যে আলো এবং রকমারি রংয়ের বল ঝুলিয়ে দিতে পারেন।
7/10

বাড়ির বিভিন্ন জায়গায় ক্রিসমাস ট্রি রাখুন। নানা রংয়ের বলের সঙ্গে তাতে গিফট বক্সের মতো ছোট ছোট বিভিন্ন রংয়ের কাগজে মোড়া বাক্সও কিনতে পাওয়া যায়, সেগুলি ঝুলিয়ে দিন।
8/10

পুরো বাড়ির সিলিং থেকে নানা রংয়ের বল এবং গিফট বক্স ঝুলিয়ে দিতে পারেন। বেলুনেরও ব্যবহার করতে পারেন।
9/10

খাবারের টেবিলেও নতুনত্ব নিয়ে আসুন। টেবিলের মধ্যে ছোট ছোট বেশ কিছু শো পিস রাখতে পারেন, যা বড়দিনের সঙ্গে মানানসই।
10/10

ঘরের বিছানার বালিশের কভার থেকে বিছানার চাদর লালের সঙ্গে রুপোলি রঙ মিশিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে। এই সময়ে বাড়ির বাইরে যেমন আলো দিচ্ছেন, ঘরের ভিতরেও রঙিন আলো ব্যবহার করতে ভুলবেন না।
Published at : 18 Nov 2021 03:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
