ডিম্পল মুখমণ্ডলকে আরও সুন্দর করে তোলে। বলি অভিনেত্রী সুস্মিতা সেনের ডিম্পল রয়েছে মুখে।
2/8
ডিম্পলের জন্য আরও গ্ল্যামার বেড়েছে আলিয়ারও। হাসির সময় মুখে এই ডিম্পল দেখা যায় তাঁর মুখে।
3/8
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুখেও ডিম্পল দেখতে পাওয়া যায়।
4/8
প্রীতি জিন্টার মুখেও ডিম্পল রয়েছে। সাধারণত এই ডিম্পল দুই ধরনের হয়। ডিম্পলগুলি কেবল গালে নয়, কিছু লোকের মুখের চিবুকের মধ্যেও দেখা যায়।
5/8
চিবুকের উপর পড়ে থাকা এই ডিম্পলগুলি জিনগত নয় কিন্তু এখানে উপস্থিত হাড়ের সংযোগহীনতার কারণে তৈরি হয়।
6/8
অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে, অনেক সময় বাম এবং ডান দিকের হাড়গুলি মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুর চিবুকের মধ্যে সংযোগ করতে সক্ষম হয় না, যার কারণে এই ডিম্পল তৈরি হয়।
7/8
গালে ডিম্পল পড়ার বিষয়ে আরেকটি তত্ত্ব আছে। বিজ্ঞানীদের মতে, কিছু মানুষের গালের একটি মাংসপেশী অন্যান্য পেশীর চেয়ে ছোট। এই কারণে, এই গর্ত এই ধরনের মানুষের গালে পড়ে, যাকে ডিম্পলও বলা হয়। বৈজ্ঞানিক ভাষায় এই পেশীকে বলা হয় জাইগোমেটিকাস মেজর।
8/8
২০০৮ সালে আরেকটি তত্ত্ব বেরিয়ে আসে গালে ডিম্পল পড়ার বিষয়ে। আমেরিকান জার্নাল অফ ফিজিক্যাল অ্যানথ্রোপলজিতে এক গবেষণা প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে, ডিম্পলগুলি মুখের অভিব্যক্তির মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলার জন্য সময়ের সাথে বিকশিত হয়।