এক্সপ্লোর
Hair Care: খুশকির সমস্যায় জেরবার? বেকিং সোডা করবে বাজিমাত!
Dandruff Reduction:কিন্তু কীভাবে ব্যবহার করা যায় বেকিং সোডা? কী কী পদ্ধতিতে ব্যবহার করলে কাজে দেবে?
নিজস্ব চিত্র
1/9

খুশকির সমস্যায় জেরবার হন অনেকেই। বিশেষ করে বর্ষার সময় খুশকির সমস্যা আরও বাড়ে। রোজ রোজ শ্যাম্পু করলে তা চুলের স্বাস্থ্যের জন্য ভাল নয়। ফলে কী উপায়?
2/9

রান্নাঘরেই লুকিয়ে রয়েছে উপশম। বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় বেকিং সোডা। সেটাই মাথার ত্বক বা Scalp পরিষ্কার রাখে। খুশকি কমাতে সাহায্য করে।
3/9

কিন্তু কীভাবে ব্যবহার করা যায় বেকিং সোডা? কী কী পদ্ধতিতে ব্যবহার করলে কাজে দেবে?
4/9

বেকিং সোডার সঙ্গে লেবু মিশিয়ে ব্যবহার করা যায়। এই দুটোর ছত্রাকনাশক গুণ রয়েছে। যা মাথার ত্বকে খুশকি তৈরি হতে বাধা দেয়।
5/9

১ টেবিল চামচ বেকিং সোডা এবং অর্ধেক পাতিলেবু একটি বাটিতে মিশিয়ে, সেই মিশ্রণ লাগিয়ে পরে শ্যাম্পু করে নিতে হবে।
6/9

বেকিং সোডার সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগারও ব্যবহার করা যায়। ১ টেবিল চামচ বেকিং সোডা এবং ১ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে লাগান। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
7/9

পুদিনার রস ও বেকিং সোডার মিশ্রণ খুশকি দূর করতে কার্যকরী। মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল সরাতে সাহায্য করে পুদিনা। খুশকি কমায় সোডা।
8/9

সামান্য পুদিনার রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। চুল এবং মাথার ত্বকে ভাল করে লাগিয়ে কিছুক্ষণ রেখে, ধুয়ে ফেলুন।
9/9

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 22 Jun 2023 06:53 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























