এক্সপ্লোর
Mirror Folklore: বিছানার সামনে তো বটেই, শোওয়ার ঘরেই আয়না রাখা উচিত নয়, বলছে বিভিন্ন দেশের লোককথা
Sleep Facing a Mirror: দেশ ও সংস্কৃতি অনুযায়ী এক এক রকমের কথা শোনা যায়। ছবি: ফ্রিপিক, পিক্সাবে।
ছবি: ফ্রিপিক, পিক্সাবে।
1/12

বাড়িতে আয়না ছাড়া চলে না আমাদের। কিন্তু ঘরের কোথায় আয়না রাখছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বিছানার সামনে আয়না রাখা শুভ নয় বলে মনে করা হয়। আয়নার সামনে কখনও ঘুমানো উচিত নয় বলে বিভিন্ন সংস্কৃতিতেই প্রচলিত রয়েছে।
2/12

চিনা সংস্কৃতিতে বিছানার সামনে আয়না রাখা, আয়নার সামেন ঘুমানোকে অশুভ বলে ধরা হয়। আয়নাকে পোর্টাল হিসেবে ধরা হয় সেখানে, অর্থাৎ আয়নাকে অন্য ডাইমেনশনে পৌঁছনোর রাস্তা বলে ধরা হয়। তাই বিছানার সামনে আয়না না রাখার নিদান রয়েছে ফেং শুইতেও।
Published at : 04 Dec 2025 03:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















