By : ABP Ananda | Updated at : 23 Mar 2023 03:17 PM (IST)
ডায়েটে প্রতিদিন গাজর রাখুন
1/10
গাজরে থাকা ফাইবার গ্লুকোজ মেটাবলিসমের উন্নতি ঘটায় যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
2/10
গাজরের জুস খেলে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়। তাই যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের ব্যায়ামের পর বা হাঁটার পর গাজরের জুস খেলে উপকার পাবেন।
3/10
গাজর হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী বদহজম ও ডায়রিয়ার সমস্যা দূর করতে গাজর উপকারী।
4/10
এটি চোখের স্বাস্থ্যের জন্য কার্যকরী ভূমিকা পালন করে। এতে থাকা ভিটামিন-এ রাতকানা রোগ নিরাময় ও প্রতিরোধে কার্যকর।
5/10
গাজরে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস থাকে। যার মূল উপাদান বিটা ক্যারোটিন ও কিছু ধরনের ক্যারোটিনয়েড। এই ফাইটোকেমিক্যালস দেহে ক্যান্সার প্রতিরোধী প্রোটিনগুলোকে সক্রিয় করে। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
6/10
গাজর রক্তস্বল্পতা দূর করে কারণ এতে রয়েছে আয়রন যা রক্ত ক্ষয় দূর করে ও রক্ত পরিষ্কার রাখে। গাজর শ্বাসনালীর প্রদাহ নিরাময় করে ও ফুসফুসকে সুস্থ রাখতে সহায়তা করে।
7/10
নিয়মিত গাজর খেলে হজমসংক্রান্ত সমস্যার সমাধান হবে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তারা নিয়মিত গাজর খান।
8/10
গাজরে থাকা পটাশিয়াম শুষ্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। গাজরে রক্ত পরিষ্কারক গুণ থাকার কারণে এটি খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়।
9/10
গাজরে প্লাক-ফাইটিং কেরাটিন ও ভিটামিন এ বেশি পরিমাণে থাকার কারণে এটি দাঁতের এনামেলকে শক্তিশালী করে। এটি দাঁতের গোড়ায় ক্যালকুলাস জমতেও বাধা দেয়। নিয়মিত গাজর খেলে দাঁতের মাড়ি শক্ত হয়।
10/10
গাজরে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ চুলের গোড়া মজবুত করে। গাজরে আছে ভিটামিন এ ও ভিটামিন ই যা মাথার তালুর রক্তসঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।