এক্সপ্লোর
Lifestyle:ছোলা খেতে ভালোবাসেন? দুরন্ত রেসিপি রয়েছে এর
Chickpeas and many ways: ছোলা খেতে ভালোবাসেন? এমনিতে ছোলার স্বাস্থ্যগুণের কথা অনেকেরই জানা। কিন্তু ছোলাকে নানা ভাবে খাবারের তালিকায় রাখা যেতে পারে। কী রকম?

ছোলা খেতে ভালোবাসেন? দুরন্ত রেসিপি রয়েছে এর
1/9

ছোলা খেতে ভালোবাসেন? এমনিতে ছোলার স্বাস্থ্যগুণের কথা অনেকেরই জানা। কিন্তু ছোলাকে নানা ভাবে খাবারের তালিকায় রাখা যেতে পারে। কী রকম?
2/9

কী রকম? বেশ কয়েকটি স্বাস্থ্যকর এবং জিবে জল আনা রেসিপির কথা তা হলে জেনে নেওয়া যাক?
3/9

আপনার প্রিয় কোনও 'স্টার-ফ্রাই' রয়েছে? সেখানে প্রোটিনের পরিমাণ বাড়ানোর জন্য ছোলা ব্যবহার করে দেখতে পারেন।
4/9

অনেকে পাস্তার গ্লুটেন ফ্রি এবং হাই-প্রোটিন বিকল্প চান। তাঁরা ছোলা দিয়ে পাস্তা বানিয়ে খেতে পারেন। দারুণ সুস্বাদু এই পাস্তা এসব ক্ষেত্রে অত্যন্ত স্বাস্থ্যকর বিকল্প।
5/9

স্যালাডে কখনও ছোলা মিশিয়েছেন? স্বাদে দারুণ, হয় এই স্যালাড। সঙ্গে অলিভ অয়েল, টমেটো, শসা, পেঁয়াজ মিশিয়ে খেয়ে দেখতে পারেন।
6/9

ছোলে মশলার কথা ভুললে চলবে না। খাঁটি ভারতীয় কায়দায় তৈরি এই পদ টমেটো, ধনে, জিরে গুঁড়ো, গরম মশলার সঙ্গে ছোলার দুরন্ত মিশলে তৈরি হয়।
7/9

এছাড়া ছোলা দিয়ে দুরন্ত 'ডিপ'-ও বানানো যেতে পারে। এক্ষেত্রে ছোলার সঙ্গে লেমন জুস, আদা মিশিয়ে ফাটাফাটি স্বাদের ডিপ তৈরি করা যায়।
8/9

ছোলার স্যুপও দারুণ সুস্বাদু। মরশুমি সবজি দিয়ে এই স্যুপ দুর্ধর্ষ খেতে লাগে।
9/9

তবে একটি বিষয় মাথায় রাখা দরকার। ছোলা সকলের ক্ষেত্রে উপযোগী নাও হতে পারে। কারও কারও ক্ষেত্রে নিষেধাজ্ঞাও থাকতে পারে। তাই বুঝেশুনে এটি খাবারের তালিকায় রাখা ভাল।
Published at : 07 Nov 2023 12:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
