এক্সপ্লোর
Urvashi Rautela Pics:৭০ লাখি ব্রেসলেট! মহার্ঘ শাড়ি, উর্বশী রউতেলার জমকালো লুকের খরচ কত জানেন?
Urvashi Rautela most expensive look
1/6

বলিউড অভিনেত্রী উর্বশী রউতেলার কোনও সিনেমা এখনও পর্যন্ত সেভাবে সাফল্য পায়নি। কিন্তু স্টাইল ও সৌন্দর্যর জন্য তিনি নিয়মিতই আলোচনার কেন্দ্রে থাকেন। তিনি এমনই এক অভিনেত্রী যাঁর স্টাইল সবাইকে মুগ্ধ করে। নিজের লুক ও ঝলমলে সৌন্দর্যের জন্য উর্বশী বেশ দামী স্টাইল অনুসরণ করেন। সে মহার্ঘ ফ্যাশনেবল ড্রেসই হোক বা গয়না। বিগত কিছুদিনে উর্বশীকে খুব দামী আউটফিটস ও মহার্ঘ গয়নায় সজ্জিত থাকতে দেখা গিয়েছে।
2/6

বিশ্বখ্যাত ডিজাইনার ডোনাটেল্লা ভার্সেস উর্বশীকে একটি মিউজিক ভিডিও-র জন্য ভার্সাস বেবি লুক দিয়েছিলেন। এই লুকের জন্য খরচ জানতে চোখ কপালে উঠবে। মাত্র ছয় মিনিটের ভিডিও-র জন্য উর্বশী ১৫ কোটি টাকার গয়না ও আউটফিট পরেছিলেন।
Published at : 30 Jul 2021 04:45 PM (IST)
আরও দেখুন






















