এক্সপ্লোর
Skin Care Tips: চটজলদি মেকআপ তুলতে ভরসা রাখুন সাধারণ নারকেল তেলে, কীভাবে ব্যবহার করবেন?
Makeup Removal Tips: দ্রুত মেকআপ তোলার ক্ষেত্রে সবচেয়ে ভাল কাজ করে নারকেল তেল।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। নিখুঁত ভাবে মেকআপ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সঠিক ভাবে মেকআপ তুলে ফেলাও ত্বকের জন্য জরুরি।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। মেকআপ তোলার ক্ষেত্রে ঘরোয়া উপায়ে ভরসা রাখাই সবচেয়ে ভাল। তার জন্য কী কী করতে হবে? চলুন দেখে নেওয়া যাক।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। মেকআপ তোলার ক্ষেত্রে দারুণ ভাবে কাজ করে নারকেল তেল। আর এই উপকরণ প্রায় সকলের ঘরেই থাকে।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। যত চড়া মেকআপই হোক না কেন নারকেল তেলের সাহায্যে অল্প সময়েই তা তুলে ফেলা যায়।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। এবার জেনে নেওয়া যাক মেকআপ তোলার সময় নারকেল তেল কীভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। একটা কাচের পাত্রে নারকেল তেল দিয়ে নিন। হাতের বদলে তুলো দিয়ে মুখে লাগিয়ে নিন তেল।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। তুলো নারকেল তেলের মধ্যে ভিজিয়ে নিয়ে, তারপর তা দিয়ে মুখের মেকআপ তুলুন।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। নারকেল তেল দিয়ে মেকআপ তোলার সময় কখনই খুব জোরে ঘষবেন না। আলতো হাতে আস্তে আস্তে মেকআপ তুলতে হবে।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। নারকেল তেল দিয়ে মেকআপ তোলা হলে ত্বক রুক্ষ, শুষ্ক হবে না, বরং যথেষ্ট পরিমাণ হাইড্রেটেড থাকবে।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। সমস্ত ধরনের গাঢ় মেকআপ সহজে তুলে ফেলা সম্ভব এই নারকেল তেলের সাহায্যে। তাই আজই প্রয়োগ করে দেখুন।
Published at : 11 Oct 2025 05:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























