এক্সপ্লোর
Summer Lifestyle: গরমে সতেজ থাকার চাবিকাঠি, মেনে চলুন এই নিয়মগুলি
প্রতিদিনের রুটিন খানিকটা বদলালে সামগ্রিকভাবে ভাল থাকা সম্ভব। স্বাস্থ্যকর খাবার যেমন খেতে হবে তেমন কাজকর্মের ক্ষেত্রেও সক্রিয় থাকতে হবে।
summer
1/10

কখনও অসহ্য গরম, কখনও বা বৃষ্টি। মাঝেমধ্যেই মুড বদল হচ্ছে আবহাওয়ার। এই হাওয়া বদলের সময় নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই নিজেকে ভাল রাখা খুব গুরুত্বপূর্ণ।
2/10

নিজেকে ভাল রাখতে গেলে, পর্যাপ্ত পরিমাণ জল পান করতেই হবে। অনেক সময় প্রচন্ড গরমে ডিহাইড্রেশন হওয়ার আশঙ্কা থাকে। তা তাই এড়াতে জল কিন্তু পান করতে হবে নিয়ম মেনে।
Published at : 01 May 2023 01:07 PM (IST)
আরও দেখুন






















