এক্সপ্লোর
Usage of Camphor: চুল পড়ার সমস্যা থেকে সর্দির উপশম, ম্যাজিক এক চিমটে কর্পূরেই!
ফাইল ছবি
1/8

কর্পূর ভাল রুম ফ্রেশনার হিসেবে কাজ করে। ঘরের দূর্গন্ধ দূর করতে একটি পাত্রে কর্পূর রেখে দিন। কিছুক্ষণের মধ্যেই ঘরের যাবতীয় দুর্গন্ধ চলে যাবে।
2/8

মুখে ব্রণ বা ব্রণর দাগ নিরাময়ে ভীষণ উপযোগী কর্পূর। কয়েক ফোঁটা কর্পূর এসেনশিয়াল অয়েল যে কোনও তেলের সঙ্গে মিশিয়ে ব্রণর জায়গায় লাগালে ব্রণ সেরে যাবে। ব্রণর দাগও দ্রুত মিলিয়ে যাবে। এটি নারকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন।
Published at : 05 Aug 2021 12:10 AM (IST)
আরও দেখুন






















