এক্সপ্লোর
Silver Utensils: ঐশ্বর্য ও আভিজাত্যের প্রতীক নয় শুধু, রুপোর বাসনে খাওয়া উপকারী স্বাস্থ্যের জন্যও
Health Tips: শুধুই দেখনদারি নয়, রুপোর বাসনে খেলে সুস্থ থাকে শরীরও। জেনে নিন উপকারিতা।
ছবি: পিক্সাবে।
1/10

অন্নপ্রাশনে শিশুকে রুপোর বাসনে খাওয়ানোর চল রয়েছে। একসময় রাজা-মহারাজারাও রুপোর থালা, বাটিতেই আহার সারতেন। এর সঙ্গে সৌভাগ্য জড়িয়ে রয়েছে বলে মনে করেন অনেকে। কেউ কেউ আবার মনে করেন, রুপোর থালা-বাটিতে আহার আসলে আভিজাত্যের পরিচয়।
2/10

এ নিয়ে নানা জনের নানা বিশ্বাস থাকতেই পারে, কিন্তু রুপোর থালা-বাটিতে আহার অন্য কারণেও ফলদায়ী। কারণ রুপোর থালা-বাটিতে খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারীও।
Published at : 17 Jun 2023 06:40 PM (IST)
আরও দেখুন






















