এক্সপ্লোর
Tokyo Olympics 2020 Highlights: টোকিও অলিম্পিক্সের প্রথম দিনে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্স এক ঝলকে
টোকিও প্রথম দিনে একটিই পদক আসে ভারতের
1/7

১৯৯৬ সালের পর প্রথম ভারতীয় টেনিস প্লেয়ার হিসেবে টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সুমিত নাগাল।
2/7

কর্ণম মালেশ্বরীর পর ভারোত্তোলনে অলিম্পিক্সে পদক ভারতের। টোকিওয় ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ চানু।
3/7

টেবিল টেনিসে সিঙ্গলসে সুইডিশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছেন সুতীর্থা মুখোপাধ্যায়।
4/7

টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে ব্রিটেনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় পেয়েছিলেন মণিকা। রবিবার দ্বিতীয় রাউন্ডেও জয় পেয়েছেন। ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নেন মণিকা।
5/7

দ্বিতীয় হিটে পঞ্চম স্থান অর্জন করেছিলেন রোয়িংয়ে ভারতের জুটি অর্জুন লাল ও অরবিন্দ সিং। রবিবার ডাবলস স্কালস রেপেশাঁ বিভাগে তৃতীয় হয়ে সেমিফাইনালে উঠলেন ভারতের অর্জুন লাল ও অরবিন্দ সিংহ।
6/7

ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ- চিরাগ জুটি বিশ্বের তিন নম্বর চিনা তাইপে জুটিকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন।
7/7

১০ মিটার এয়ার পিস্ত রাইফেলে ফাইনালে ব্যর্থ হয়েছেন সৌরভ চৌধুরী।
Published at : 25 Jul 2021 04:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























