শ্রীরামপুরের বাসিন্দা সমরেন্দ্রনাথ ঘোষ বিয়ে করলেন ৭২ বছর বয়সে। নিঃসঙ্গতা কাটাতেই তাঁর এই সিদ্ধান্ত। সমরেন্দ্রনাথবাবু কলেজে অধ্যাপনা করেছেন।(ছবি ও প্রতিবেদন-সৌরভ বন্দ্যোপাধ্যায়)
2/5
২০০৮ সালে অবসর নেন। বর্তমানে একটি বেসরকারি বিএড কলেজের অধ্যক্ষ। তাঁর প্রথম স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। একমাত্র মেয়ে বিদেশে থাকেন।(ছবি ও প্রতিবেদন-সৌরভ বন্দ্যোপাধ্যায়)
3/5
সমরেন্দ্রবাবু কয়েক মাস আগে সংবাদপত্রে বিজ্ঞাপন দেন। সেই সূত্রেই রিষড়ার বাসিন্দা ইরা রায়ের সঙ্গে সম্বন্ধ করে গত ২৭ জুলাই রেজিস্ট্রি করে বিয়ে হয়। সোমবার সমরেন্দ্রবাবুর ফ্ল্যাটে সামাজিক বিয়ে হয়।(ছবি ও প্রতিবেদন-সৌরভ বন্দ্যোপাধ্যায়)
4/5
সমরেন্দ্র জানান, প্রথম বিয়ের মতোই এ বারেও তিনি পণ নেননি। তাঁর মনে হয়েছিল, যে হেতু একা থাকেন, ভবিষ্যতে অসুস্থ হয়ে পড়লে বা বিশেষ কোনও পরিস্থিতিতে তাঁকে দেখার কেউ থাকবে না। লকডাউনের সময়েই তিনি বিষয়টি টের পেয়েছেন। (ছবি ও প্রতিবেদন-সৌরভ বন্দ্যোপাধ্যায়)
5/5
সমরেন্দ্র জানান, এই বয়সে তাঁর বিয়ের সিদ্ধান্তের কথা জেনে অনেকেই কটূ মন্তব্য করেছেন, তবে বহু মানুষ সাধুবাদ দিয়েছেন। সমরেন্দ্রবাবুকে স্বামী হিসেবে পেয়ে খুশি তাঁর থেকে বয়সে অনেকটাই ছোট ইরাদেবী।(ছবি ও প্রতিবেদন-সৌরভ বন্দ্যোপাধ্যায়)