এক্সপ্লোর
বৃষরাশিতে আজ সকালের দিকে অর্থ ব্যয় থেকে সাবধান, শেয়ারে বিনিয়োগ করবেন না, কী বলছে অন্যান্য রাশি? জানতে দেখুন আজকের রাশিফল
1/12

ব্যবসার দিকে আজ আয় বাড়তে পারে। চাকরির স্থানে কোনও বাধা সঙ্গে লড়তে হবে। শত্রুর জন্য কোনও ক্ষতি থেকে দূরে থাকুন। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ। আর্থিক ব্যপারে আনন্দ। গবেষণার দিকে জয় লাভ। পারিবারক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য কোনও আনন্দ বাড়তে পারে দুপুরের পরে। রক্তচাপ নিয়ে কোনও কষ্ট। সম্পত্তি ব্যাপারে ভাই ভাই বিবাদ হতে পারে।
2/12

শত্রুর জন্য চিন্তা বৃদ্ধি। সকালের দিকে অর্থ ব্যয় থেকে সাবধান। প্রিয় ব্যক্তিকে বাজে কথা বলবার জন্য অনুতাপ। বিবাহ ব্যাপারে কোনও যোগাযোগ আজ না করা ভাল। ব্যবসার দিকে লাভের পরিমাণ বৃদ্ধি। অধিক বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার আশঙ্কা আছে। শেয়ারে বিনিয়োগ করবেন না।
Published at :
Tags :
Horoscopeআরও দেখুন






















