এক্সপ্লোর
বৃষরাশিতে আজ স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে সঞ্চয় কমবে, কী বলছে আপনার রাশিফল?
1/12

আজ কোনও কারণে প্রায় হয়ে যাওয়া কাজ আটকে যেতে পারে। প্রতিবেশীর কাছে আজ খুব প্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি ভাল নয়। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি খুব ভাল নয়। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। খুব কাছের কেউ শত্রুতা করায় আপনি অবাক হবেন।
2/12

বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে সঞ্চয় কম হবে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে দুর্বলতা আসতে পারে।
Published at :
Tags :
Horoscopeআরও দেখুন






















