এক্সপ্লোর
Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ একাধিক জেলা ! মায়ানমার থেকে একের পর এক মৃত্যুর খবর, খোঁজ নেই বহু বাসিন্দার...
Earthquake Today Myanmar Death Toll Updates: ভূমিকম্পে একলহমায় ধুলোয় মিশিয়ে গেল বিশালাকার বাড়ি, একের পর এক আসছে মৃত্যুর খবর ! কোনও খোঁজ মিলছে না কমপক্ষে ৪০ এর উপরে মায়ানমারের বাসিন্দাদের...
ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ একাধিক জেলা ! মায়ানমার থেকে একের পর এক মৃত্যুর খবর, খোঁজ নেই বহু বাসিন্দার...
1/10

মায়ানমারে পরপর ২ টি ভূমিকম্প, প্রভাব পড়ল কলকাতায়। মায়ানমারে প্রথম ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৭
2/10

দ্বিতীয় ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা রয়েছে ৬.৪, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
3/10

ভূমিকম্পে একলহমায় ধুলোয় মিশিয়ে গেল বিশালাকার বাড়ি, একের পর এক আসছে মৃত্যুর খবর ! কোনও খোঁজ মিলছে না কমপক্ষে ৪০ এর উপরে মায়ানমারের বাসিন্দাদের...
4/10

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্য়া ২৫, ব্যাঙ্ককে ভূমিকম্পে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল। ভূমিকম্পের পর ব্যাঙ্ককে নিখোঁজ ৪৩ জন।
5/10

ভূমিকম্প সম্পর্কিত যাবতীয় সতর্কতা নেওয়ার নির্দেশ তাইল্যান্ডের প্রধানমন্ত্রী ।ভূমিকম্প অনুভূত মায়ানমার, ভারত, বাংলাদেশ ও চিনে। কলকাতা ছাড়াও কেঁপে উঠল একাধিক জেলা।
6/10

যেটা জানা যাচ্ছে যে, সাগাইং বলে একটি জায়গা রয়েছে মায়ানমারে, সেখান থেকে ১৬ কিমি উত্তর এবং উত্তর পশ্চিমদিকে, এই ভূমিকম্পের উৎস। ভূমিকম্পের যে কেন্দ্র, মাটি থেকে ১০ কিমি গভীরে, এমনটাই প্রাথমিকভাবে বলা হচ্ছে।
7/10

এবং যে জায়গাগুলি ভূমিকপম্পের জন্য প্রভাবিত হয়েছে, তার মধ্যে মায়ানমার তো অবশ্যই থাকছে। ভারতেও তার প্রভাব পড়েছে।
8/10

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায় যেমন অনুভূত হয়েছে, অন্যান্য জেলাগুলিতেও অনুভূত হয়েছে। তেমন মায়ানমারের আশেপাশে বেশ কয়েকটি দেশ, যেমন বাংলাদেশ , থাইল্যান্ড, এমনকি চিনে পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে।
9/10

এমনটাই প্রাথমিক রিপোর্টে উঠে আসছে।রিখটার স্কেলে ৭ এর মাত্রাকে , বড় ভূমিকম্প বলা যেতেই পারে। সেক্ষেত্রে বলাই যায় যে, এই ভূমিকম্পের তীব্র অত্যন্ত বেশি।
10/10

এইমুহূর্তে যে তথ্য সংগ্রহ করা হচ্ছে যে, ভূমিকম্পের প্রভাব যেখানে যেখানে পড়েছে, সেখানে জনবসতি কতটা, তার উপর নির্ভর করবে, ক্ষয়ক্ষতির মাত্রা।
Published at : 28 Mar 2025 02:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























