এক্সপ্লোর
Most Expensive Mistakes: জলের দরে স্বর্ণখনি বিক্রি রাশিয়ার, বসে থেকে গুগলের কাছে ইয়াহুর গোল খাওয়া, ঐতিহাসিক ভুলের সংখ্যা নেহাত কম নয়
Expensive Mistakes in History: এমন এমন ভুল, যে মাশুল দেওয়া যাবে না গোটা জীবনেও।
—ফাইল চিত্র।
1/12

জীবনে চলার পথে ভুল হতেই পারে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান কেউ। আবার সারাজীবনেও উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে পারেন না অনেকে।
2/12

কিন্তু এসব তো ব্যক্তি বিশেষের জীবনের ওঠাপড়া। বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে এমন একাধিক মারাত্মক, ঐতিহাসিক ভুল রয়েছে, যার মাশুল গুনে শেষ করা যাবে না ইহজীবনে।
3/12

কারণ এতে শুধু মাত্র কোটি কোটি টাকার অর্থক্ষয়ই হয়নি, বিশ্ব ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতিও মারাত্মক প্রভাবিত হয় এর দ্বারা।
4/12

১৯৮৮ সালে গুগল তখনও সার্চ ইঞ্জিন জায়ান্ট হয়ে ওঠেনি। সেই সময় গুগল কিনে নেওয়ার সুযোগ আসে ইয়াহুর কাছে, তাও মাত্র ১০ লক্ষ ডলারের বিনিময়ে। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করে ইয়াহু।
5/12

পরে ভুল বুঝতে পেরে, ২০০২ সালে ৩০০ কোটি ডলারের বিনিময়ে গুগলকে কেনার চেষ্টা করে ইয়াহু। কিন্তু সেই সময় গুগল রাজি হয়নি। ২০০২ সালে ইয়াহু যখন ধুঁকছে, সেই সময় মাইক্রোসফ্ট ৪৫০০ কোটি ডলারের বিনিময়ে ইয়াহুকে কিনে নিতে এগোয়। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি ইয়াহু। তার পর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে মাত্র ৪৫০ কোটি ডলারের বিনিময়ে ইয়াহু কিনে নেয় Verizon সংস্থা।
6/12

সেই ভুলের জন্য আজও হাত কামড়াতে হয় রাশিয়াকে। কারণ ওই একটুকরো জায়গা বর্তমানে আলস্কা নামে পরিচিত। আমেরিকার হাতে ওঠার পর দেখা যায়, সেখানে মাটির নীচে স্বর্ণখনি, প্রাকৃতিক গ্যাস এবং তেলের ভাণ্ডার রয়েছে, যার বাজারমূল্য ২০ হাজার কোটি ডলার।
7/12

১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটে। গোড়ার দিকে গোটা বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেছিল রাশিয়া। কিন্তু অল্প সময়ের মধ্যেই জার্মানিতে প্রভাব টের পাওয়া যায়। বিষয়টি চাপা থাকেনি শেষ পর্যন্ত।
8/12

কিন্তু ছোট্ট ভুলের জন্য অত বড় বিপর্যয় ঘটে যায়। জানা যায়, বোরন দিয়ে তৈরি কন্ট্রোল রড ব্যবহার করা হচ্ছিল চেরনোবিলে, যার অগ্রভাগে ছিল গ্রাফাইট, যা ছিল অত্যন্ত নিম্নমানের। তার জন্যই তড়িঘড়ি বিক্রিয়া ঘটে অত বড় বিপর্যয় ঘটে যায়।অত সস্তার গ্রাফাইট ব্যবহার না করলে বিপদ এড়ানো যেত বলে মত বিশেষজ্ঞদের।
9/12

জাহাজ বা ডুবোজাহাজ বন্দরে এঁটে উঠতে পারছে না, এমন ঘটনা ঘটে প্রায়শই। কিন্তু ২০১৪ সালে ফ্রান্সের রেল মন্ত্রক ২০০০টি নতুন ট্রেন তৈরির বরাত দেয়। প্যারিসের মতো ঝাঁ চকচকে শহরকে মাথায় রেখে, বেশি সংখ্যক যাত্রী যাতে ধরে, তার উপযুক্ত ট্রেন তৈরি করতে বলা হয়।
10/12

কিন্তু ট্রেন তৈরি হয়ে এলে দেখা যায়, প্ল্যাটফর্মে ধরছে না সেগুলি। গ্রামাঞ্চলের দিকে ট্রেনের সামনে প্ল্যাটফর্ম কার্যত খুঁজেই পাওয়া যাচ্ছে না। ভুল মাপজোকের জেরেই এত বড় বিপর্যয় ঘটে যায়। ট্রেনগুলি তৈরি করতেই ২০০০ কোটি ডলার খরচ হয়েছিল। সেগুলি যাতে ধরে, তার জন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়াতে গিয়ে খরচ হয় আরও ৬০০ কোটি ডলার।
11/12

২০০৬ সালে ইতালির আলাতালিয়া বিমান সংস্থার ৭৭ লক্ষ ডলার লোকসান হয়। ছোট্ট ভুলের দরুণ এই ক্ষয়ক্ষতি সহ্য করতে হয় তাদের। ২০০৬ সালে টরন্টোথেকে সাইপ্রাস যাওয়ার বিমানের বিজনেস ক্লাস টিকিটের দাম ভুল করে ৩৯০০ ডলারের পরিবর্তে শুধুমাত্র ৩৯ ডলার ছাপা হয়ে যায়।
12/12

এই লোভনীয় অফার হাতছাড়া করতে চাননি কেউ। প্রায় ২০০০ মানুষ ৩৯ ডলার দিয়ে টিকিট কাটেন। বাধ্যতামূলক ভাবে তাঁদের পরিষেবা দিতে হয় বিমান সংস্থাকে। পরে উঠেই যায় সংস্থাটি। এত বড় ভুল কোনও বিমান সংস্থা করেনি আজ পর্যন্ত।
Published at : 14 Dec 2023 06:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























