এক্সপ্লোর
Hiroshima Day 2023:আকাশের বুক চিড়ে নেমে এসেছিল 'লিটল বয়', জ্বালিয়ে দিয়েছিল হিরোশিমাকে...আজ ফিরে দেখার দিন
Nuclear Bombing:জাপানের হিরোসিমা শহর। কোনও কিছু বোঝার আগেই প্রায় ৪ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঝলসে গিয়েছিল শহরের বুক। মুহূর্তের মধ্যে খন্ডহরে পরিণত হয় হিরোশিমা।
সেই মুহূর্ত
1/8

১৬ জুলাই, ১৯৪৫। 'ট্রিনিটি টেস্ট' সফল হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাপটে টলোমলো পৃথিবী অবশ্য সে খবর তখনও জানেনি। তবে ওই ঘটনার ঠিক ২১ দিন পর যা ঘটেছিল, তা মনে করে আজও শিউরে ওঠে গোটা বিশ্ব।
2/8

জাপানের হিরোসিমা শহর। কোনও কিছু বোঝার আগেই প্রায় ৪ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঝলসে গিয়েছিল শহরের বুক। মুহূর্তের মধ্যে খন্ডহরে পরিণত হয় হিরোশিমা। সৌজন্যে? পরমাণু বোমা। আমেরিকার গোপন গবেষণার ফসল, ট্রিনিটি টেস্টের দাপট।
Published at : 06 Aug 2023 12:24 PM (IST)
আরও দেখুন






















