এক্সপ্লোর
Ayodhya Ram Mandir Inauguration: রাম লালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে সাজ সাজ রব, নবরূপে সাজছে অযোধ্যার নানা কোণ
Ram Mandir Pran Pratishtha:৩০ ডিসেম্বর অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী। তার আগে অযোধ্যাজুড়ে কড়া নিরাপত্তার পরত
নিজস্ব চিত্র
1/10

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। তার আগে সেজে উঠছে অযোধ্যা (Ayodhya Ram Mandir)। সরয়ূর তীরে সাজো সাজো সরব। স্টেশন থেকে বিমানবন্দর, সবকিছুতেই এখন রামমন্দিরের ছোঁয়া। মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে চারপাশ।
2/10

ঝাঁ চকচকে রাস্তা,বাড়ি থেকে অলিগলি, পড়ছে রঙের প্রলেপ। ৩০ ডিসেম্বর অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তার আগে অযোধ্যাজুড়ে কড়া নিরাপত্তার পরত। মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশ প্রশাসন।
Published at : 28 Dec 2023 10:25 AM (IST)
আরও দেখুন






















