এক্সপ্লোর
Ayodhya Ram Mandir Inauguration: রাম লালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে সাজ সাজ রব, নবরূপে সাজছে অযোধ্যার নানা কোণ
Ram Mandir Pran Pratishtha:৩০ ডিসেম্বর অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী। তার আগে অযোধ্যাজুড়ে কড়া নিরাপত্তার পরত

নিজস্ব চিত্র
1/10

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। তার আগে সেজে উঠছে অযোধ্যা (Ayodhya Ram Mandir)। সরয়ূর তীরে সাজো সাজো সরব। স্টেশন থেকে বিমানবন্দর, সবকিছুতেই এখন রামমন্দিরের ছোঁয়া। মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে চারপাশ।
2/10

ঝাঁ চকচকে রাস্তা,বাড়ি থেকে অলিগলি, পড়ছে রঙের প্রলেপ। ৩০ ডিসেম্বর অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তার আগে অযোধ্যাজুড়ে কড়া নিরাপত্তার পরত। মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশ প্রশাসন।
3/10

২২ জানুয়ারি রাম লালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা (Ramlala Pran Pratishtha) হবে। তার আগে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে গোটা অযোধ্যায়। শুধু রাম মন্দির তৈরিই নয়, কাজ চলছে অযোধ্যাজুড়ে।
4/10

যে রাস্তা দিয়ে শ্রীরাম জন্মভূমির দিকে যাওয়া হয়, তাঁর ডানদিকে যে মন্দির সেটি রাজদ্বার মন্দির। বাঁ দিকে রয়েছে হনুমান গড়ি বা হনুমান মন্দির। কথিত রয়েছে এই রাস্তা দিয়েই অযোধ্যায় রাজা রামের প্রাসাদে যেতে হতো। বাঁ দিকে ওই মন্দির যেখানে সেখানে পাহাড়া দিতেন ভগবান হনুমান। এই রাস্তায় এখন সব বাড়ির রং এক, গেরুয়া রঙে সাজিয়ে তোলা হয়েছে সব বাড়ি।
5/10

২২ জানুয়ারির আগে পরিকাঠামোগত উন্নয়ন চলছে। শ্রী রাম আন্তর্জাতিক বিমান বন্দর তৈরি করা হয়েছে, অযোধ্যা রেল স্টেশন সাজিয়ে তোলা হয়েছে।
6/10

রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে ২টিই। রাম মন্দির যেভাবে তৈরি হয়েছে, যে গোলাপি বেলেপাথরে সেজে উঠেছে, অনেকটাই সেই আদল আনা হয়েছে বিমানবন্দর ও রেল স্টেশন তৈরির ক্ষেত্রেও।
7/10

অযোধ্যার করসেবকপুরমে রামমন্দিরও তৈরি হয়েছে পিঙ্ক স্টোন দিয়েই। মন্দিরের নকশা তৈরির জন্য গুজরাতের স্থপতি চন্দ্রকান্ত সোমপুরের সাহায্য নেওয়া হয়। চন্দ্রকান্তর দাদু গুজরাতের সোমনাথ মন্দির তৈরি করেছিলেন।
8/10

কয়েক দিন বাদেই সুবিশাল মন্দিরের উদ্বোধন। ওই দিন অযোধ্যায় লাখ লাখ ভক্তের সমাগম হতে পারে। শহরের কোনও হোটেল আর খালি নেই। বুক করা হয়েছে প্রায় দু’মাস আগে থেকে।
9/10

রামমন্দির উদ্বোধনের আগে অনেকেই নিজের শরীরে, তার ছাপ রাখছেন। কাজ বেড়েছে ট্যাটু শিল্পীদের। অনেকেই হাতে তৈরি রামমন্দিরের মডেলের পসরা সাজিয়ে বসেছেন বাজারে।
10/10

বাজার থেকে রামমন্দিরের মডেল বিক্রি হচ্ছে। কেনাকাটা চলছে বাজারে। বদলে যাওয়া রামনগরী অযোধ্যায় গাইডের কাজ করছেন স্থানীয়দের কেউ কেউ।
Published at : 28 Dec 2023 10:25 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
