হোমফটো গ্যালারিইন্ডিয়াFarm Laws Repeal: কৃষি আইন প্রত্যাহারে সরব রাজনীতিকরা, কে কী জানালেন?
Farm Laws Repeal: কৃষি আইন প্রত্যাহারে সরব রাজনীতিকরা, কে কী জানালেন?
By : abp ananda | Updated at : 19 Nov 2021 05:51 PM (IST)
খুশিতে কৃষকরা
1/8
দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে ৩টি কৃষি আইন প্রত্যাহার। গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা বলেন, 'যখন সারা দেশে কৃষকরা এই নিয়ে আন্দোলন করছিল, এবং বহুবার বৈঠকের পরও যখন কৃষকরা এই আইন মেনে নিতে পারেননি, তখন এই সিদ্ধান্ত স্বভাবতই কৃষকদের জয়। যখন দেশের মানুষ মানছেন না, তখন এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের সঙ্গে ভোটের যোগাযোগ আছে কি না বলতে পারব না। কৃষকরা দেশের একটা স্তম্ভ। তারা খুশি হওয়াতে আমি আনন্দিত।'
2/8
বাম নেত্রী বৃন্দা কারাত এই আইন প্রত্যাহার প্রসঙ্গে বলেন, "ঐতিহাসিক সংঘর্ষের ঐতিহাসিক জয় হয়েছে আজ। সংযুক্ত কিষাণ মোর্চা নেতৃত্ব কেন্দ্রকে উচিত শিক্ষা দিয়েছে। এটা বিশাল বড় জয়। এই জয়ের প্রভাব অন্যান্য আন্দোলনে পড়বে।"
3/8
সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা কৃষি আইন প্রত্যাহার প্রসঙ্গে বলেন, '৬০০ কৃষক প্রাণ হারিয়েছেন। লখিমপুর খেরিতে কৃষকদের উপর যে ট্র্যাজিক ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। এরপরও কৃষকরা দৃঢ়ভাবে লড়াই করে গিয়েছে। সরকার এবং প্রধানমন্ত্রীকে মাথানত করতে বাধ্য করেছে।'
4/8
আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আজকের এই শুভদিনে খুশির খবর। আজ কৃষকরা সাফল্য পেয়েছেন। দেশের সকল কৃষককে অনেক অনেক অভিনন্দন।"
5/8
প্রিয়ঙ্কা গান্ধী বলেন, "এগিয়ে আসছেন নির্বাচন। দেশ জুড়ে পরিস্থিতি স্বাভাবিক নয়। তা বুঝতে পেরেছেন মোদী। দেশের বিভিন্ন প্রান্তে সার্ভে করা হচ্ছে। সেই সার্ভের যে ফল বের হচ্ছে, তা দেখে বুঝতে পারছেন, দেশের পরিস্থিতি তাঁদের হাতে নেই। সেই কারণে নির্বাচনের আগে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের কাছে মোদী ক্ষমা চাইছেন।"
6/8
কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা কৃষি আইন প্রত্যাহার প্রসঙ্গে বলেন, 'এটা জনগণের জয়। মানুষ বুঝে গিয়েছে বিজেপির হারের আগে কৃষক এবং শ্রমিকদের জয় হয়েছে। বিজেপির হারের সামনেই ভারতের জয়। কৃষক আন্দোলনের উপর বর্বরতা দেখানো হয়েছে। কৃষকদের নকশাল বলা হয়েছে, জঙ্গি বলা হয়েছে, উগ্রবাদী বলা হয়েছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।'
7/8
কৃষকদের ঐতিহাসিক জয়, প্রতিক্রিয়া সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির
8/8
কৃষি আইনের প্রেক্ষিতে যোগী আদিত্যনাথ বলেন, "সত্ উদ্দেশ্যে আনা আইনের সারমর্ম বোঝাতে পারিনি, পরিস্থিতি বুঝতে ভুল হয়েছে।"