এক্সপ্লোর
Farm Laws Repeal: কৃষি আইন প্রত্যাহারে সরব রাজনীতিকরা, কে কী জানালেন?
খুশিতে কৃষকরা
1/8

দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে ৩টি কৃষি আইন প্রত্যাহার। গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা বলেন, 'যখন সারা দেশে কৃষকরা এই নিয়ে আন্দোলন করছিল, এবং বহুবার বৈঠকের পরও যখন কৃষকরা এই আইন মেনে নিতে পারেননি, তখন এই সিদ্ধান্ত স্বভাবতই কৃষকদের জয়। যখন দেশের মানুষ মানছেন না, তখন এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের সঙ্গে ভোটের যোগাযোগ আছে কি না বলতে পারব না। কৃষকরা দেশের একটা স্তম্ভ। তারা খুশি হওয়াতে আমি আনন্দিত।'
2/8

বাম নেত্রী বৃন্দা কারাত এই আইন প্রত্যাহার প্রসঙ্গে বলেন, "ঐতিহাসিক সংঘর্ষের ঐতিহাসিক জয় হয়েছে আজ। সংযুক্ত কিষাণ মোর্চা নেতৃত্ব কেন্দ্রকে উচিত শিক্ষা দিয়েছে। এটা বিশাল বড় জয়। এই জয়ের প্রভাব অন্যান্য আন্দোলনে পড়বে।"
Published at : 19 Nov 2021 05:51 PM (IST)
আরও দেখুন






















