এক্সপ্লোর
Yamuna Water Level: ৪৫ বছরের রেকর্ড ভেঙে বিপদসীমা পেরলো যমুনা, জলমগ্ন রাজধানী, ঘরছাড়া বহু
Yamuna River Level: বুধবারই যমুনার জল বেড়েছে রেকর্ডহারে। রাতে ২০৮.৪৮ মিটার উচ্চতা স্পর্শ করেছে
বুধবারই যমুনার জল বেড়েছে রেকর্ডহারে। রাতে ২০৮.৪৮ মিটার উচ্চতা স্পর্শ করেছে
1/8

প্রবল বৃষ্টি, ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল। যার জেরে হু হু বেড়েছে যমুনার জল। সেই জলেই জলমগ্ন দিল্লি।
2/8

বুধবারই যমুনার জল বেড়েছে রেকর্ডহারে। রাতে ২০৮.৪৮ মিটার উচ্চতা স্পর্শ করেছে। আধিকারিকরা জানিয়েছেন যে এই জলস্তর আরও বাড়তে পারে। এদিকে যমুনার জল বৃদ্ধি পাওয়ায় রাজপথে বন্যা পরিস্থিতি।
Published at : 13 Jul 2023 05:08 PM (IST)
আরও দেখুন






















