এক্সপ্লোর
নহে 'নার্নিয়া'! দেখুন তুষারাবৃত আমেরিকার ওহায়ো প্রদেশের ছবি
1/17

বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল।
2/17

বরফের চাদরে ঢেকেছে ওহায়ো, মিনেসোটা, শিকাগো।
3/17

মার্কিন মুলুকে মরসুমের প্রথম তুষারপাত।
4/17

প্রশাসন গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে।
5/17

ওহায়োর গগা কাউন্টিতে সাড়ে ২৫ ইঞ্চি বরফ পড়েছে।
6/17

নায়াগ্রা, ওরলেন্স কাউন্টি, বাফেলো-- সর্বত্র এরকই তাপমাত্রা।
7/17

বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফলে, সমস্যায় হাজার হাজার মানুষ।
8/17

এখন প্রকৃতির খামখেয়ালিপনায় গৃহবন্দি মানুষ।
9/17

এমনকী কোথাও কোথাও মাইনাস ২৫ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে গিয়েছে তাপমাত্রা।
10/17

রাস্তাঘাট-ঘরবাড়ি ঢেকেছে পুরু বরফের আস্তরনে।
11/17

কোভিড-১৯ এর ফলে মানুষ আগে থেকেই ওয়ার্ক ফ্রম হোম করছিলেন।
12/17

বরফের চাদর, থুরি কম্বলে ঢাকা পড়েছে গাড়িগুলি।
13/17

ম্যাডিসনে গত ৪০ বছরে এত শীত পড়েনি। বাসিন্দারা বের হতে পারছেন না।
14/17

মিনেসোটায় বহু মানুষ অন্যত্র সরে গিয়েছেন।
15/17

সেখানে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে।
16/17

কিন্তু আমেরিকার ওহায়োতে এখন হাড়হিম করা ঠান্ডা।
17/17

এই ছবি দেখলে সত্যিই মনে হয়, বরফ নিয়ে লোফালুফি খেলি।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement























