এক্সপ্লোর
Ulto Rath Yatra 2024: আজ বাড়ি ফিরলেন কিন্তু মন্দিরে ঢুকতে পারবেন না জগন্নাথ-বলরাম-সুভদ্রা! কেন জানেন?
Jagannath Dev: সোমবার উল্টোরথ যাত্রা ঘিরে তুমুল ভিড় হয় পুরীর জগন্নাথ ধামে। কড়া নিরাপত্তায় মুড়েছিল গোটা এলাকা
নিজস্ব চিত্র। ছবি: Shree Jagannatha Temple Office, Puri @SJTA_Puri
1/9

আজ উল্টোরথ যাত্রা। গুণ্ডিচাবাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ফুলে-মালায় সজ্জিত ৩টি রথ। গুণ্ডিচা মন্দিরের সামনে ভক্তদের উপছে পড়া ভিড়। এটি বহুদা যাত্রা বলেও পরিচিত।
2/9

গুণ্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত। এই মাসি মায়ের বোন নয়। আসলে মসী অপভ্রংশ হয়ে মাসি হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পৌর্ণমসী।
3/9

গুণ্ডিচা আসলে সখী পৌর্ণমসীর কুঞ্জ। যা কুঞ্জবাটি নামেও পরিচিত। ওড়িশাবাসীর কাছে অবশ্য গুণ্ডিচা নামেই বেশি প্রচলিত। গুণ্ডিচাদেবী ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। যিনি কৃষ্ণের নীলমাধব রূপকে স্বপ্ন দেখেছিলেন।
4/9

সোমবার উল্টোরথ যাত্রা ঘিরে তুমুল ভিড় হয় পুরীর জগন্নাথ ধামে। গুন্ডিচা মন্দির থেকে চক্ররাজ সুদর্শনের সঙ্গে তিনটি রথ ফিরে আসে জগন্নাথধামে।
5/9

৭ জুলাই শ্রী জগন্নাথ মন্দির থেকে তিনটি রথ যায় শ্রী গুন্ডিচা মন্দিরে। সেখানেই কদিন থাকেন তারা। তারপর ফিরে আসেন বাড়িতে, এটিই উল্টোরথ যাত্রা।
6/9

বিকেলে শুরু হয় উল্টোরথ যাত্রা। SJTA-এর তরফে তেমনটাই জানানো হয়েছিল
7/9

উল্টোরথ যাত্রা ঘিরে কড়া নিরাপত্তার বলয় তৈরি হয়েছে। ওড়িশা পুলিশ ১৮০ প্ল্যাটুন বাহিনী রেখেছিল। ভিড় ও আইন-শৃঙ্খলা সামলানোর জন্য় ছিল বাহিনী। গোটা এলাকা মুড়ে ফেলা হয় সিসিটিভি দিয়ে।
8/9

সোমবার রাতে শ্রী মন্দিরের সিংহদুয়ারে থাকবেন জগন্নাথ দেব, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা। ১৭ জুলাই রথের উপরেই হবে একটি বিশেষ প্রথা। তার নাম সোনাবেশ। সেটি দেখার জন্যও উপচে পড়বে ভিড়।
9/9

সোনাবেশ, অধরপনা এবং তারপরে মিষ্টি খেয়ে নীলাদ্রিবিজয় উৎসব সম্পন্ন করে পুরীর মন্দিরে গর্ভগৃহে ঢোকেন তাঁরা। সব ছবি: PTI/ https://x.com/SJTA_Puri
Published at : 15 Jul 2024 09:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























