এক্সপ্লোর
Narada Scam Updates নারদ-মামলায় তৃণমূলের তিন নেতা-মন্ত্রীর গ্রেফতারি ঘিরে ধুন্ধুমার
2021_5$img17_May_2021_PTI05_17_2021_000064B
1/6

৫ বছর বাদে নারদ-মামলায় নাটকীয় মোড়! সাত সকালে, বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে রাজ্যের দুই মন্ত্রী, এক প্রাক্তন মন্ত্রী ও এক বিধায়ককে গ্রেফতার করল সিবিআই। দিনের আলো একটু জোরাল হতেই অতর্কিতে এক-এক করে চারজনের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের গাড়িতে তোলে সিবিআই। তারপর নিজাম প্যালেসে নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
2/6

প্রতিবাদে সরাসরি নিজাম প্যালেসে পৌঁছে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সিবিআই-এর দিকে। বললেন, আমাকেও গ্রেফতার করো। দীর্ঘ ৬ ঘণ্টা পর, নিজাম প্যালেস থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর এসব ঘিরেই সোমবার দিনভর ধুন্ধুমার পরিস্থিতি।
Published at : 17 May 2021 04:57 PM (IST)
আরও দেখুন






















