একই ছবি দেখা গিয়েছে কলকাতায়। এদিন সকালে মদের দোকান খোলার খবর পেয়ে হাজরা মোড়ের কাছে ভিড় জমে। লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব না মেনেই ফুটপাথে লম্বা লাইন পড়ে যায়। লাঠিচার্জ করে ভিড় হঠায় কালীঘাট থানার পুলিশ।
2/6
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, সকাল ১০ টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত মদের দোকান খোলা যেতে পারে। তবে ক্রেতাদের ৬ ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। একসঙ্গে ৫ জনের বেশি লাইনে দাঁড়াতে পারবেন না। একক দোকান থেকেই মদ বিক্রি হবে। শপিং মল বা বাজারে মদের দোকান বন্ধ থাকবে।
3/6
রাজধানী দিল্লিতেও একই চিত্র। লক্ষ্মীনগরে মদ কিনতে দেখা গেল দীর্ঘ লাইন।
4/6
ছত্তিশগঢ়েও সকাল সাতটা থেকেই দেখা গেল ক্রেতাদের দীর্ঘ লাইন। যদিও সামাজিক দূরত্ব মেনেই তাঁদের লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে।
5/6
কর্নাটকে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ দোকান খুলতেই দেখা গেল ক্রেতাদের লম্বা লাইন।
6/6
আজ দেশজুড়ে শুরু শুরু হয়েছে লকডাউন ৩। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তের ফলে আগামী আরও দুই সপ্তাহ লকডাউন চলবে। যদিও এবারের লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অংশে আজ খুলেছে মদের দোকান। তার জেরে এদিন সকাল থেকেই দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তীসগঢ় সহ একাধিক রাজ্যে মদের দোকানের সামনে লম্বা লাইন।