এক্সপ্লোর
Operation Dost: 'বন্ধু' ভারত, ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে বিমানবোঝাই ত্রাণ, সাহায্য উদ্ধারেও
Turkey Earthquake: ইতিমধ্যেই ৬টি বিমান পৌঁছেছে তুরস্কে। সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী হাসপাতালও।
নিজস্ব চিত্র
1/10

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু দেশ। তাদের মধ্যে রয়েছে ভারতও। উদ্ধারকাজের জন্য ভারত সরকার চালু করেছে Operation Dost. তার অধীনেই ভারতের বায়ুসেনা উদ্ধারকারী দল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে। ছবি: ANI
2/10

উদ্ধারকাজ চালানোর জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামও রয়েছে তালিকায়। এখনও পর্যন্ত ৬টি বিমান গিয়েছে তুরস্ক-সিরিয়ায়। ছবি: ANI
Published at : 09 Feb 2023 04:57 PM (IST)
আরও দেখুন






















