এক্সপ্লোর
Russia Ukraine War: ইউক্রেনে 'ভ্যাকুয়াম বোম' ব্যবহার করছে রাশিয়া? কতটা ভয়ঙ্কর এই অস্ত্রটি?
vlcsnap-2022-02-24-21h01m34s603
1/7

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সামনে এক ভয়ঙ্কর তথ্য। অভিযোগ, এই যুদ্ধে রাশিয়া ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। এই নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করে যুদ্ধ জয়ের চেষ্টায় নেমেছে পুতিনের দেশ, এমনটাই অভিযোগ। কিন্তু কী এই ভ্যাকুয়াম বোমা? কেন এত চিন্তার?
2/7

এই ভ্যাকুয়াম বোমার আরেক নাম হল থার্মোবারিক ওয়েপন। যেটি ফাটলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায়। পাশাপাশি বিস্ফোরণ হওয়ার পর আশেপাশে প্রবল তাপ তৈরি হয়। শুধু তাই নয়, অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয় এর প্রভাব।
3/7

এতে থাকে অক্সিডাইজার প্রিমিকস। টানেল, বাঙ্কার এবং খোলা এলাকায় একটি ভ্যাকুয়াম বোমা বিস্ফোরণে তা ধ্বংসাত্মক হয়ে ওঠে। থার্মোবারিক শব্দটি ' তাপ ' এবং ' চাপ ' এর জন্য গ্রীক শব্দ থেকে এসেছে।
4/7

হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে, এর আগে চেচনিয়া রুশ প্রজাতন্ত্রে এ ধরনের বোমার ব্যবহার দেখা গিয়েছিল।সিএনএনের প্রতিবেদনেও বলা হয়েছিল, রাশিয়ার বেলগোরোদ শহরের কাছে একটি ভ্যাকুয়াম রকেট লঞ্চার দেখা গেছে।
5/7

মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি গবেষণা অনুসারে, বদ্ধ স্থানের মধ্যে এই বিস্ফোরণের প্রভাব মারাত্মক, অপরিসীম হয়ে উঠতে পারে। ইগনিশন পয়েন্টের কাছাকাছি কেউ থাকলে শরীরে ভয়ঙ্কর আঘাত আসতে পারে। মৃত্যুও হতে পারে।
6/7

সাময়িকভাবে অজ্ঞান হলেও শ্বাসকষ্ট শুরু হতে পারে। কারণ এর প্রভাবে ফুসফুসের কোষ থেকেও অক্সিজেন বেরিয়ে যেতে শুরু করে। মস্তিষ্কের কোষগুলিও ক্ষতিগ্রস্ত হয়। প্রতীকী ছবি
7/7

এই বোমা প্রথম আবিষ্কার করেন মারিও জিপারমায়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান লুফটওয়াফ এবং ওয়েহরমাখ্টের এটি ব্যবহার করেছিল বলে জানা যায়। তবে রাশিয়া সত্যিকার অর্থেই ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে কি না, তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। প্রতীকী ছবি
Published at : 01 Mar 2022 03:14 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















