এক্সপ্লোর
সংক্রমণ রুখতে উদ্যোগ, মাইক্রো কনটেনমেন্ট জোন হাওড়া, হুগলিতে

হাওড়া এবং হুগলিতর একাধিক জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন
1/8

সংক্রমণ রুখতে হাওড়ার বেশ কিছু এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। কাল থেকে তিন দিন বন্ধ কয়েকটি বাজার। অন্যদিকে, হুগলির সিঙ্গুর ও গোঘাটের বেশ কিছু এলাকাকেও কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
2/8

উদ্দেশ্য করোনার সংক্রমণে বেড়ি পরানো। সেই লক্ষ্যেই হাওড়ার ডোমজুড়-সহ বেশ কিছু এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে ব্লক প্রশাসন।
3/8

পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার থেকে তিনদিন পর্যন্ত বন্ধ থাকছে দোকান ও বাজার।
4/8

প্রশাসন সূত্রে খবর, ডোমজুড় বাজার, ঘুসুড়ির নস্করপাড়া বাজার, সাঁকরাইলের চাঁপাতলা, রাজগঞ্জ এবং আন্দুল বাজার মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে।
5/8

ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে। ডোমজুড়ের বিডিও দীপঙ্কর দাস জানিয়েছেন, কোভিড রোগীর সংখ্যা আগের থেকে কমলেও শূন্যতে নামিয়ে আনতে চাই।
6/8

অন্যদিকে, হুগলির বেশ কিছু গ্রামীণ এলাকাও কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষিত হয়েছে।
7/8

সিঙ্গুর ২ নম্বর পঞ্চায়েত, বড়া ও বৈঁচিপোতা পঞ্চায়েতের বেশ কিছু এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে ব্লক প্রশাসন। সেইমতো এসব এলাকা জীবাণমুক্তও করা হয়।
8/8

এদিকে, সংক্রমণ রুখতে গোঘাট পঞ্চায়েত, কামারপুকুর পঞ্চায়েত এবং নতিবপুর ২ নম্বর পঞ্চায়েতের বেশ কিছু এলাকাতেও একই পদ্ধতি নিয়েছে প্রশাসন। এসব এলাকায় পয়লা জুলাই পর্যন্ত বিধিনিষেধ থাকবে। (সব তথ্য ও ছবি- সুনীত হালদার, সোমনাথ মিত্র ও মোহন দাস )
Published at : 26 Jun 2021 06:31 PM (IST)
\
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
