এক্সপ্লোর
Goddess Lakshmi: লক্ষ্মী-নারায়নের পুজো করলে জীবনে আসে সাফল্য, কী করলে হয় বিপদ
Goddess Lakshmi Blessing: সনাতন ধর্মে মা লক্ষ্ণীকে ধন ও সম্পদের দেবতা মানা হয়। সাধারণত বৃহস্পতিবার পুজো করা হয় তাঁর। ধর্মীয় বিশ্বাস, লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে সমস্ত আর্থিক সমস্যার সমাধান হয়।
মা লক্ষ্মী
1/11

শাস্ত্র অনুযায়ী, বৃহস্পতিবার যদি নিয়মনীতি মেনে উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করা হয় তাহলে মনের সমস্ত ইচ্ছাপূর হয়। বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করার পাশাপাশি অর্থের কোনওদিন অভাব হয় না।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
2/11

জ্যোতিষ মতে বিষ্ণু হলে বৃহস্পতিবারের অধিপতি দেবতা আর গ্রহ হল গুরু বৃহস্পতি। এই দিন গুরু বৃহস্পতির পুজো করলে গ্রহদোষ কেটে গিয়ে অর্থভাগ্য ভালো হয় আর ভগবান বিষ্ণুর পুজো করলে সফলতা আসে সমস্ত কাজে। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)
Published at : 02 Jul 2024 10:17 PM (IST)
আরও দেখুন






















