এক্সপ্লোর
স্বামী নাকি মানসিক নির্যাতন করতেন, ছিল বিবাহবিচ্ছেদের জল্পনা? সেই স্বামীর সঙ্গেই 'শ্যামা'র ফের মালাবদল
1/6

মাত্র দু বছর আগের ঘটনা। 'কৃষ্ণকলি'র শ্যামা তখন পৌঁছে গেছেন বাঙালি দর্শকের ঘরে-ঘরে। প্রায় ঘরের মেয়ে হয়ে উঠেছেন শ্যামা। আর তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হয় কানাঘুঁষো। টেলিভিশনের সুগৃহিনীর ঘর ভাঙতে চলেছে বাস্তবে। শোনা যায়, স্বামী সুবানের সঙ্গে আর তিনি সংসারই করতে চাইছেন না। বিবাহবিচ্ছেদও চেয়েছিলেন বলে জানা যায়। ঘনিষ্ঠ মহলে তিয়াশার মা-ও নাকি জানান, শ্বশুরবাড়ির লোকজন তিয়াশার উপর মানসিক নির্যাতন করে। তিয়াশার রোজগারের প্রায় সিংহ ভাগ টাকা তাদেরই দিতে হয়। তিয়াশার স্বামীও তাঁর উপর জোর খাটান বলে জল্পনা ছিল সেই সময়।
2/6

সব ছবি - তিয়াশা রায়ের ফেসবুক পোস্ট থেকে
Published at :
আরও দেখুন






















