এক্সপ্লোর
Asia Cup 2022: গ্রুপ পর্বে সর্বোচ্চ পাঁচ উইকেটসংগ্রাহকের তিনজনই পাকিস্তানি, কত নম্বরে রয়েছেন ভুবনেশ্বর?
Asia Cup: হংকংয়ের বিরুদ্ধে পাক বোলারদের দাপটের পরেই তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন পড়শি দেশের তিন তারকা বোলার।
![Asia Cup: হংকংয়ের বিরুদ্ধে পাক বোলারদের দাপটের পরেই তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন পড়শি দেশের তিন তারকা বোলার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/9546f4a94aa6a5833958be37e19f58431662203532501507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চলতি এশিয়া কাপে সর্বোচ্চ উইকেটশিকারি কারা? (ছবি: আইসিসি ট্যুইটার)
1/10
![ভারত ও হংকংয়ের বিরুদ্ধে দুই ম্যাচেই বেশ ভাল বোলিং করেছেন পাকিস্তানের বাঁ-হাতি লেগ স্পিনার মহম্মদ নওয়াজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/21cc3bc2db18d628722fed40e3467ab66f338.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারত ও হংকংয়ের বিরুদ্ধে দুই ম্যাচেই বেশ ভাল বোলিং করেছেন পাকিস্তানের বাঁ-হাতি লেগ স্পিনার মহম্মদ নওয়াজ।
2/10
![দুই ম্যাচে তিন তিন, মোট ছয় উইকেট নেওয়ার সুবাদে নওয়াজই এখনও পর্যন্ত চলতি এশিয়া কাপের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/2e6779fe2cb5ba9087873c91c48bea151f828.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুই ম্যাচে তিন তিন, মোট ছয় উইকেট নেওয়ার সুবাদে নওয়াজই এখনও পর্যন্ত চলতি এশিয়া কাপের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।
3/10
![আফগানিস্তান চলতি এশিয়া কাপের দুই ম্যাচেই দাপুটে মেজাজে জয় পেয়েছে। দলের এমন পারফরম্যান্সের মূলে রয়েছে দলের বোলিং পারফরম্যান্স।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/c7f07426a7f6b2face1b46b85fe18ea454907.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আফগানিস্তান চলতি এশিয়া কাপের দুই ম্যাচেই দাপুটে মেজাজে জয় পেয়েছে। দলের এমন পারফরম্যান্সের মূলে রয়েছে দলের বোলিং পারফরম্যান্স।
4/10
![টুর্নামেন্টে পাঁচ উইকেট নেওয়া মুজিব উর রহমান এই সাফল্যের অন্যতম প্রধান কারণ। তিনিই আপাতত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চসংগ্রাহক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/f4375587d1da45cda3d688a3553dc11586f0b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টুর্নামেন্টে পাঁচ উইকেট নেওয়া মুজিব উর রহমান এই সাফল্যের অন্যতম প্রধান কারণ। তিনিই আপাতত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চসংগ্রাহক।
5/10
![একমাত্র ভারতীয় বোলার হিসাবে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিং বিভাগকে কিন্তু দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন ভুবি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/1985945177c00274234545dc96fd450457d11.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একমাত্র ভারতীয় বোলার হিসাবে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিং বিভাগকে কিন্তু দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন ভুবি।
6/10
![ভুবনেশ্বরও পাঁচ উইকেট নিয়েছেন। তবে তাঁর ইকোনমি ও বোলিং গড় মুজিবের থেকে বেশি। তাই তিনি তালিকায় মুজিবের পরে তৃতীয় স্থানে রয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/c5361f95a542378217ba5d54e9be1e0ce8f3a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভুবনেশ্বরও পাঁচ উইকেট নিয়েছেন। তবে তাঁর ইকোনমি ও বোলিং গড় মুজিবের থেকে বেশি। তাই তিনি তালিকায় মুজিবের পরে তৃতীয় স্থানে রয়েছেন।
7/10
![ভুবনেশ্বরের পরে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/673a8f7b11de9c2b69089aaffccc9031ec787.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভুবনেশ্বরের পরে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান।
8/10
![শাদাব হংকংয়ের বিরুদ্ধে এক ম্যাচেই চার উইকেট নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/f256fe5773bd5df0ccee25991e0050eae4f28.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শাদাব হংকংয়ের বিরুদ্ধে এক ম্যাচেই চার উইকেট নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন।
9/10
![ভারতের বিরুদ্ধে নাসিম শাহের বোলিং বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই প্রভাবিত হয়েছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/5800004eb7f9dedcbbb666b6bdb6876aa9e65.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের বিরুদ্ধে নাসিম শাহের বোলিং বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই প্রভাবিত হয়েছিলেন।
10/10
![সেই ম্যাচে দুই উইকেট নেওয়ার পর, হংকংয়ের বিরুদ্ধেও দুই উইকেট তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তরুণ পাকিস্তানি ফাস্ট বোলার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/98fb35904bec1abf294dd63108b9c229ee25a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সেই ম্যাচে দুই উইকেট নেওয়ার পর, হংকংয়ের বিরুদ্ধেও দুই উইকেট তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তরুণ পাকিস্তানি ফাস্ট বোলার।
Published at : 03 Sep 2022 04:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)