এক্সপ্লোর
India vs Pakistan: ৬ ম্যাচের মধ্যে ভেস্তে গেল ৪টি! শ্রীলঙ্কায় ভারত-পাক ওয়ান ডে মানেই বৃষ্টির অভিশাপ
Asia Cup: পাকিস্তানের সামনে (Ind vs Pak) লক্ষ্য ছিল ২৬৭ রানের। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিরুদ্ধে যে রান তাড়া করে জেতাটা সহজ হতো না বাবর আজমদের।
![Asia Cup: পাকিস্তানের সামনে (Ind vs Pak) লক্ষ্য ছিল ২৬৭ রানের। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিরুদ্ধে যে রান তাড়া করে জেতাটা সহজ হতো না বাবর আজমদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/81e9cb3b82600ba72ff47c7589662e65169367733424950_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
India vs Pakistan - ICC
1/10
![নাটকীয় লড়াইয়ের মঞ্চ প্রস্তুত ছিল। প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়াকু স্কোর তুলেছিল ভারত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/f1be879ab1955edf461b63f1aebaa030be3ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নাটকীয় লড়াইয়ের মঞ্চ প্রস্তুত ছিল। প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়াকু স্কোর তুলেছিল ভারত।
2/10
![পাকিস্তানের সামনে (Ind vs Pak) লক্ষ্য ছিল ২৬৭ রানের। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিরুদ্ধে যে রান তাড়া করে জেতাটা সহজ হতো না বাবর আজমদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/31ce952cc215f3a43266847998a6891ca79aa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পাকিস্তানের সামনে (Ind vs Pak) লক্ষ্য ছিল ২৬৭ রানের। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিরুদ্ধে যে রান তাড়া করে জেতাটা সহজ হতো না বাবর আজমদের।
3/10
![কিন্তু বাদ সাধল বৃষ্টি। আবহাওয়ার জন্য ভেস্তে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তান ইনিংস শুরুই হল না](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/31cd69599dc3e186b324afe6162dacb1591e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু বাদ সাধল বৃষ্টি। আবহাওয়ার জন্য ভেস্তে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তান ইনিংস শুরুই হল না
4/10
![ভারতীয় সময় রাত ৯.৫২ তে দুই অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম গোল্ডেন হ্যান্ডশেক করে নিলেন। ১ পয়েন্ট করে পেল ভারত ও পাকিস্তান - দুই দলই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/1e795c4cd4de302aa8baf1dc6c08a49c7bb93.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় সময় রাত ৯.৫২ তে দুই অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম গোল্ডেন হ্যান্ডশেক করে নিলেন। ১ পয়েন্ট করে পেল ভারত ও পাকিস্তান - দুই দলই।
5/10
![বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিলই। তবু দুপুরের দিকে পাল্লেকেলের আবহাওয়ার উন্নতি হয়। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই। তবে ভারতীয় ইনিংস চলাকালীন দুবার বৃষ্টি নামে। যার মধ্যে প্রথমবার ৩৩ মিনিট খেলা বন্ধ ছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/1948c93f18db06407dae6c71fb91d0333ca77.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিলই। তবু দুপুরের দিকে পাল্লেকেলের আবহাওয়ার উন্নতি হয়। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই। তবে ভারতীয় ইনিংস চলাকালীন দুবার বৃষ্টি নামে। যার মধ্যে প্রথমবার ৩৩ মিনিট খেলা বন্ধ ছিল।
6/10
![শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস পুরোটাই শেষ হয়। ২৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৭ রানের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/042c052dbec0ada2d2f81bca354461f269c74.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস পুরোটাই শেষ হয়। ২৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৭ রানের।
7/10
![কিন্তু ফের নামে বৃষ্টি। নানারকম অঙ্ক ঘুরতে থাকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে দেখা যায়, বৃষ্টি থেমে ২০ ওভারের ম্যাচ করা সম্ভব হলে পাকিস্তানের পরিবর্তিত লক্ষ্য দাঁড়াবে ১৫৫ রানের। কিন্তু তাও করা গেল না। অঝোরে বৃষ্টিতে ম্যাচ ভেস্তেই গেল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/234a02f725b5378daf93b62223db5fa1f6ca1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু ফের নামে বৃষ্টি। নানারকম অঙ্ক ঘুরতে থাকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে দেখা যায়, বৃষ্টি থেমে ২০ ওভারের ম্যাচ করা সম্ভব হলে পাকিস্তানের পরিবর্তিত লক্ষ্য দাঁড়াবে ১৫৫ রানের। কিন্তু তাও করা গেল না। অঝোরে বৃষ্টিতে ম্যাচ ভেস্তেই গেল।
8/10
![এশিয়া কাপে শনিবার ফের আতঙ্ক তৈরি করলেন শাহিন শাহ আফ্রিদি। আগুনে স্পেলে ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন। বাঁহাতি পেসারের শিকার? ভারতের সেরা দুই ব্যাটার - রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনই বোল্ড। দুজনের মধ্যে রোহিতের ব্যাট-প্যাডের মধ্যে দিয়ে বল গলে গিয়ে ভেঙে দিল স্টাম্প। আর বিরাট কোহলি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে গিয়ে প্লেড অন হয়ে গেলেন। ২২ বলে মাত্র ১১ রান করে ফিরলেন রোহিত। ৭ বলে ৪ রান করে ফিরলেন কোহলি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/3feb9fc5d242e8d11dd0fa33ce74926d3716b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এশিয়া কাপে শনিবার ফের আতঙ্ক তৈরি করলেন শাহিন শাহ আফ্রিদি। আগুনে স্পেলে ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন। বাঁহাতি পেসারের শিকার? ভারতের সেরা দুই ব্যাটার - রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনই বোল্ড। দুজনের মধ্যে রোহিতের ব্যাট-প্যাডের মধ্যে দিয়ে বল গলে গিয়ে ভেঙে দিল স্টাম্প। আর বিরাট কোহলি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে গিয়ে প্লেড অন হয়ে গেলেন। ২২ বলে মাত্র ১১ রান করে ফিরলেন রোহিত। ৭ বলে ৪ রান করে ফিরলেন কোহলি।
9/10
![পাকিস্তানের আর এক পেসার হ্যারিস রউফ ততক্ষণে তুলে নিয়েছেন শ্রেয়স আইয়ার ও শুভমন গিলকে। ১৪.১ ওভারে ৬৬/৪ হয়ে গেল ভারত। সেখান থেকেই পাল্টা লড়াই শুরু হার্দিকের। সঙ্গী ঈশান কিষাণ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/765d4fb4438fca0b261e34ae91d894edc0c44.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পাকিস্তানের আর এক পেসার হ্যারিস রউফ ততক্ষণে তুলে নিয়েছেন শ্রেয়স আইয়ার ও শুভমন গিলকে। ১৪.১ ওভারে ৬৬/৪ হয়ে গেল ভারত। সেখান থেকেই পাল্টা লড়াই শুরু হার্দিকের। সঙ্গী ঈশান কিষাণ।
10/10
![পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তুললেন দুজনে। এই ম্যাচেই ব্যাট হাতে ভারতের হয়ে নতুন ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম উইকেটে ভারতের হয়ে সর্বাধিক রানের পার্টনারশিপের মালিক এখন ঈশান ও হার্দিক। যদিও সেই লড়াই দাম পেল না। ছবি - বিসিসিআই, আইসিসি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/2a52dd9f84de3a945dfff57e761c61db6be1a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তুললেন দুজনে। এই ম্যাচেই ব্যাট হাতে ভারতের হয়ে নতুন ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম উইকেটে ভারতের হয়ে সর্বাধিক রানের পার্টনারশিপের মালিক এখন ঈশান ও হার্দিক। যদিও সেই লড়াই দাম পেল না। ছবি - বিসিসিআই, আইসিসি
Published at : 02 Sep 2023 11:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)