এক্সপ্লোর
Asia Cup 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১০ রান যোগ করেই বিশ্বরেকর্ড গড়লেন কোহলি-রোহিত
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত ৫৩ রান করলেও, কোহলি মাত্র তিন রান করেই আউট হন।
![IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত ৫৩ রান করলেও, কোহলি মাত্র তিন রান করেই আউট হন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/b8a751a346598c31ba7c49934899c69c1694536631790507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিরাট-কোহলির বিশ্বরেকর্ড (ছবি: গেটি)
1/8
![ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেই এই মহাতারকা জুটি নতুন ইতিহাস রচনা করলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/a61d36054c08d1f87f2c9027d1627d7ad3335.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেই এই মহাতারকা জুটি নতুন ইতিহাস রচনা করলেন।
2/8
![দুইজনে দ্বিতীয় উইকেটে মাত্র ১০ রান যোগ করলেও, ওয়ান ডে ক্রিকেটে জুটি হিসাবে পাঁচ হাজার রান যোগ করার গণ্ডি পার করে ফেললেন কোহলি, রোহিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/b28507611eb4f52ba5e1054039f9cf76eb203.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুইজনে দ্বিতীয় উইকেটে মাত্র ১০ রান যোগ করলেও, ওয়ান ডে ক্রিকেটে জুটি হিসাবে পাঁচ হাজার রান যোগ করার গণ্ডি পার করে ফেললেন কোহলি, রোহিত।
3/8
![সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় জুটি হিসাবে এই গণ্ডি পার করলেন কোহলি-রোহিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/ad32ba30a9c57092e71d59c497d39852cde4b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় জুটি হিসাবে এই গণ্ডি পার করলেন কোহলি-রোহিত।
4/8
![কোহলি ও রোহিত মাত্র ৮৬টি ইনিংসে ৫০০০ ওয়ান ডে রান করেছেন। তাঁরা গর্ডন গ্রিনিচ ও ডেসমন হেইন্সের রেকর্ড ভাঙলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা জুটি ৯৭ ইনিংসে পাঁচ হাজার ওয়ান ডে রান করেছিলেন। তার ১১ ইনিংস কম খেলেই সেই গণ্ডি পার কর ফেললেন ভারতীয় মহাতারকা জুটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/284e1f95d2fd52405524f76b8904250b502e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কোহলি ও রোহিত মাত্র ৮৬টি ইনিংসে ৫০০০ ওয়ান ডে রান করেছেন। তাঁরা গর্ডন গ্রিনিচ ও ডেসমন হেইন্সের রেকর্ড ভাঙলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা জুটি ৯৭ ইনিংসে পাঁচ হাজার ওয়ান ডে রান করেছিলেন। তার ১১ ইনিংস কম খেলেই সেই গণ্ডি পার কর ফেললেন ভারতীয় মহাতারকা জুটি।
5/8
![বিরাট ও রোহিত ৮৬ ইনিংসে ১৮টি শতরান ও ১৫টি অর্ধশতরানের পার্টনারশিপ গড়েছেন। একত্রে তাঁদের পার্টনারশিপের গড় ৬২.৪৭।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/c36060e02817b25045ebbb34749ac7f403fc2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিরাট ও রোহিত ৮৬ ইনিংসে ১৮টি শতরান ও ১৫টি অর্ধশতরানের পার্টনারশিপ গড়েছেন। একত্রে তাঁদের পার্টনারশিপের গড় ৬২.৪৭।
6/8
![রোহিত এদিন দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে ১০ হাজার ওয়ান ডে রানের গণ্ডিও পার করেন। তিনি ৫৩ রান করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/84d54c9b992a870ea8849e08355e5b04697a8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রোহিত এদিন দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে ১০ হাজার ওয়ান ডে রানের গণ্ডিও পার করেন। তিনি ৫৩ রান করেন।
7/8
![তবে কোহলি গতকাল পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাঁকালেও, এই ম্যাচে তিন রানের বেশি করতে পারেননি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/965d9a467882f10069fdb2ded2dc08b4b4786.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে কোহলি গতকাল পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাঁকালেও, এই ম্যাচে তিন রানের বেশি করতে পারেননি।
8/8
![এদিন দুনিথ ওয়ালালাগের পাঁচ ও চরিথ আসালঙ্কার চার উইকেটের দৌলতে ভারত ২১৩ রানেই অল আউট হয়ে যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/8a1ce2ce8d5f8b79cdaf1483422a8aa3ccfbd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন দুনিথ ওয়ালালাগের পাঁচ ও চরিথ আসালঙ্কার চার উইকেটের দৌলতে ভারত ২১৩ রানেই অল আউট হয়ে যায়।
Published at : 12 Sep 2023 10:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)