এক্সপ্লোর
Pahalgam Attack: পহেলগাঁওয়ে হামলার জের পড়তে চলেছে ক্রিকেট মাঠে? আইসিসিকে কড়া চিঠি ভারতের
BCCI: পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে সরব গোটা বিশ্ব। খেলার মাঠেও পাকিস্তানকে বয়কট করার ডাক জোরাল হয়ে উঠেছে।
ভারত-পাকিস্তান ক্রিকেটও বন্ধ? - পিটিআই
1/10

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ বন্ধ হতে চলেছে? শুরু হয়েছে জোর জল্পনা।
2/10

এমনিতেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনও ক্রিকেট সিরিজ খেলে না ভারত। শেষবার দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১২ সালে।
3/10

তারপর থেকে শুধু আইসিসি ইভেন্টেই একে অন্যের মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এবার কি সেটাও বন্ধ হতে চলেছে?
4/10

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-কে কড়া চিঠি লিখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
5/10

কী আছে সেই চিঠিতে? বিভিন্ন সূত্র দাবি করছে, আইসিসি-কে লেখা চিঠিতে ভারতীয় বোর্ড দাবি করেছে, আইসিসি ইভেন্টে যেন এক গ্রুপে না রাখা হয় ভারত ও পাকিস্তানকে।
6/10

নক আউট পর্বে পাকিস্তানের সঙ্গে ম্যাচ পড়লে খেলতে পারে ভারত, তবে গ্রুপ পর্বে এক সঙ্গে দুই দেশকে না রাখার আর্জি জানানো হয়েছে।
7/10

সম্প্রতি টি-২০ বিশ্বকাপ, ওয়ান ডে বিশ্বকাপ-সহ বিভিন্ন আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়েছে। সেই ছবিটাই এবার বদলাতে তৎপর বিসিসিআই।
8/10

তবে সামনেই রয়েছে মহিলাদের বিশ্বকাপ। সেখানে ভারত ও পাকিস্তান - দুই দলেরই একে অপরের বিরুদ্ধে খেলার কথা। টুর্নামেন্টের ফর্ম্যাট অনুযায়ী।
9/10

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল হাইব্রিড মডেলে। যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলেছিল নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।
10/10

পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে সরব গোটা বিশ্ব। খেলার মাঠেও পাকিস্তানকে বয়কট করার ডাক জোরাল হয়ে উঠেছে। ছবি - পিটিআই
Published at : 25 Apr 2025 08:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















