এক্সপ্লোর
Cricket Records: ক্রিকেটের ২২ গজে এমন পাঁচটি রেকর্ড, যা ভাঙা প্রায় কোনওদিনই সম্ভব নয়
Sachin Tendulkar Record: সেঞ্চুরির শতরান হাঁকানো সচিন টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটেও বিশ্বের সর্বাধিক রানের মালিক। তাঁর রেকর্ড ভাঙাও যে কোনও ব্যাটারের কাছে শুধুই হয়ত স্বপ্ন।
সচিন তেন্ডুলকর ও ডন ব্র্যাডম্য়ান
1/10

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ওয়ান ডে ফর্ম্য়াটে এক অদ্ভুত রেকর্ড গড়েছেন।
2/10

রোহিত শর্মা ওয়ান ডে ফর্ম্য়াটে একটি, দুটো নয়। তিনটি দ্বিশতরান হাঁকিয়েছেন। বীরেন্দ্র সহবাগ দুটো দ্বিশতরান হাঁকিয়েছেন। রোহিতের রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব। সর্বােচ্চ ওয়ান ডে রানের নিরিখেও রোহিতের অপরাজিত ২৬৪ টপকানোও অসম্ভব প্রায়।
3/10

অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি ডন ব্র্যাডম্য়ান। বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার মনে করা হয় প্রয়াত অজি অধিনায়ককে।
4/10

টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটিং গড় ৯৯.৯৪ রয়েছে ডনের। যা এককথায় অবিশ্বাস্য। শেষ ইনিংসে শূন্য রানে আউট না হলে ডনের ব্যাটিং গড় ১০০ ছুঁয়ে ফেলত।
5/10

মুত্থাইয়া মুরলিথরণ শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তি। টেস্ট ক্রিকেটে একটি রেকর্ড, যার মালিক প্রাক্তন এই অফস্পিনার।
6/10

মুত্থাইয়া মুরলিথরণ টেস্টে ১৩৩ ম্য়াচে মোট ৮০০ উইকেট ঝুলিতে পুরেছেন। এই ফর্ম্য়াটে মুরলির থেকে বেশি উইকেট ঝুলিতে পােরা যে কোনও বোলারের জন্য সমস্যার।
7/10

তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরানের মালিক মাস্টার ব্লাস্টার।
8/10

সেঞ্চুরির শতরান হাঁকানো সচিন টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটেও বিশ্বের সর্বাধিক রানের মালিক। তাঁর রেকর্ড ভাঙাও যে কোনও ব্যাটারের কাছে শুধুই হয়ত স্বপ্ন।
9/10

প্রাক্তন অজি পেসার জেসন গিলেসপি ব্যাট হাতে একটি রেকর্ড গড়েছিলেন, যা গত ১৯ বছরে কেউ ভাঙতে পারেননি।
10/10

নাইটওয়াচম্য়ান হিসেবে ব্য়াটিং করতে নেমে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছিলেন গিলেসপি। ২০৬ রানের ইনিংস খেলেছিলেন প্রাক্তন অজি।
Published at : 19 Jul 2025 09:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















