এক্সপ্লোর
Cristiano Ronaldo: হতাশা সঙ্গী করেই শেষ রোনাল্ডোর ইউরো অধ্যায়, টুর্নামেন্টের ইতিহাসে ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড
Cristiano Ronaldo Stat: আগেই জানিয়ে দিয়েছিলেন যে ইউরো কাপে এবারই শেষ নামছেন। উনচল্লিশের রোনাল্ডোর জন্য তাই বাড়তি তাগিদ ছিল ভাল কিছু করার। কিন্তু বয়সের জন্য তা পারলেন না।

ফ্রান্সের বিরুদ্ধে হেরে ইউরো শেষ রোনাল্ডোর (ছবি ইনস্টাগ্রাম)
1/9

ইউরো কাপের গতকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টিতে হেরে যায় পর্তুগাল। একইসঙ্গে শেষ হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইউরো অধ্যায়।
2/9

গোটা টুর্নামেন্টে মাত্র একটি গোল করতে পেরেছিলেন রোনাল্ডো। স্লোভেনিয়ার বিরুদ্ধে টাইব্রেকার থেকে পেনাল্টিতে গোল করেন সি আর সেভেন। এছাড়া মাঠে নিষ্প্রভই লেগেছে রোনাল্ডোকে।
3/9

আগেই জানিয়ে দিয়েছিলেন যে ইউরো কাপে এবারই শেষ নামছেন। উনচল্লিশের রোনাল্ডোর জন্য তাই বাড়তি তাগিদ ছিল ভাল কিছু করার। কিন্তু বয়সের জন্য তা পারলেন না।
4/9

তবে ইউরো কাপের ইতিহাসে একাধিক রেকর্ড ঝুলিতে রয়েছে রোনাল্ডোর ঝুলিতে। মিচেল প্লাতিনিকে টেক্কা দিয়ে এই মুহূর্তে সর্বাধিক ১৪ গোলের মালিক রোনাল্ডোই ইউরো কাপে।
5/9

বিশ্বের একমাত্র প্লেয়ার হিসেবে ছয়টি ইউরো কাপে খেলার রেকর্ড গড়েছেন রোনাল্ডো। ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০, ২০২৪।
6/9

রোনাল্ডো দেশের জার্সিতে বিশ্বকাপ জিততে পারেননি। কিন্তু একটি ইউরো কাপ জিতেছেন। ২০১৬ সালে ইউরোপ সেরা হয় পর্তুগাল।
7/9

একমাত্র ফুটবলার হিসেবে ইউরো কাপে এক মরশুমে তিনটি বা তার বেশি গোল করেছেন। ২০১২, ২০১৬ তে তিনটি করে গোল করেছিলেন। ২০২০ সালে পাঁচটি গোল করেন।
8/9

ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্য়াচ খেলার নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি মোট ৭৫টি ম্য়াচ খেলেছেন ইউরোতে এখনও পর্যন্ত।
9/9

ইউরোর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্য়াচে মোট ৫৫টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা সবথেকে বেশি।
Published at : 06 Jul 2024 05:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
