এক্সপ্লোর
Ranji Trophy: ৫৬ বলে শতরান করে রঞ্জির সর্বকালীন তালিকায় নাম লেখালেন রিয়ান পরাগ, দ্রুততম সেঞ্চুরিয়ান কে?
Riyan Parag: মরশুমের প্রথম রঞ্জি ম্যাচে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ৮৭ বলে ১৫৫ রানের ইনিংস খেলেন রিয়াগ পরাগ।

ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ৫৬ বলে শতরান হাঁকান রিয়ান পরাগ (ছবি: রাজস্থান রয়্যালস এক্স)
1/11

মরশুমের প্রথম রঞ্জি ট্রফি ম্যাচেই ব্যাট হাতে অনবদ্য শতরান হাঁকালেন রিয়ান পরাগ। অসমের অধিনায়ক ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ৮৭ বলে ১৫৫ রানের ইনিংস খেলেন।
2/11

পরাগের ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ১২টি ছক্কায়। মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন তিনি।
3/11

রাজস্থান রয়্যালস তারকা রঞ্জি ট্রফির ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতরানটি হাঁকান। তবে তা সত্ত্বেও অসম ১০ উইকেটে ম্যাচটি জিতে নেয়।
4/11

রঞ্জি ট্রফিতে দ্রুততম শতরান হাঁকানোর কৃতিত্ব ঋষভ পন্থের দখলে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২০১৬ সালে মাত্র ৪৮ বলে শতরান হাঁকিয়েছিলেন তিনি।
5/11

৬৭ বলে ১৩৫ রানের পন্থের ইনিংস সাজানো ছিল ১৩টি ছক্কায়।
6/11

পন্থের বিধ্বংসী ইনিংসের ঠিক আগের বছরই নমন ওঝা কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জির দ্রুততম শতরানের রেকর্ডটি নিজের নামে করেছিলেন।
7/11

৬৯ বলে কর্ণাটকের বিরুদ্ধে শতরান হাঁকান তিনি। মধ্যপ্রদেশ কিপার-ব্যাটারের ৮১ বলে ১১৫ রানের ইনিংসটি আটটি চার ও নয়টি ছক্কায় সাজানো ছিল।
8/11

বর্তমানে ক্রিকেট থেকে অনেক দূরে, ওকালতি করেন একলব্য দিবেদী। কিন্তু প্রাক্তন উত্তরপ্রদেশ অধিনায়কের নামও রঞ্জিতে দ্রুততম শতরান হাঁকানো ক্রিকেটারদের তালিকায় রয়েছে।
9/11

উত্তরপ্রদেশের মরণ-বাঁচন ম্যাচে রেলওয়েজ়ের বিরুদ্ধে ৭২ বলে শতরান হাঁকিয়েছিলেন একলব্য। তাঁর শতরানের সুবাদেই অবনমন বাঁচাতে সক্ষম হয় উত্তরপ্রদেশ।
10/11

তালিকায় পাঁচ নম্বরেও ঋষভ পন্থ। যে ম্যাচে তিনি রঞ্জির দ্রুততম শতরান হাঁকিয়েছিলেন, সেই একই ম্যাচের প্রথম ইনিংসেও চোখধাঁধানো শতরান হাঁকান পন্থ।
11/11

সেক্ষেত্রে তিনি শতরান হাঁকাতে একটু বেশি, ৮২ বল নেন। ১১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
Published at : 09 Jan 2024 05:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
