এক্সপ্লোর
Virat Kohli: অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরু? কার সঙ্গে অনুশীলন সারলেন বিরাট কোহলি? কী তাঁর পরিচয়?
Indian Cricket Team: অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের মাধ্যমেই সম্ভবত জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাবেন বিরাট কোহলি।
ইন্ডোরে অনুশীলন সারলেন কোহলি
1/10

সম্প্রতি বিরাট কোহলির নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ব্য়ক্তির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ব্যক্তিটির হাতে কোহলির ব্যাট দেখা যায়। তাঁকে আবার ধন্য়বাদও জানান কোহলি।
2/10

সেই ব্যক্তিটি কে জানেন? তিনি নঈম আমিন। তিনি গুজরাত টাইটান্স ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচেদের একজন।
3/10

অতীতে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফেরও অংশ ছিলেন নঈম। তাঁর ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে। পাশাপাশি ক্রিকেটের সরঞ্জামও সরবরাহ করে থাকেন নঈম।
4/10

কোহলি নঈমের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, 'আমায় অনুশীলন করতে সাহায্য করার জন্য ধন্যবাদ ভাই। তোমার সঙ্গে দেখা করে সবসময়ই ভাল লাগে।' নঈমও কোহলির ছবি শেয়ার করে লেখেন, 'তোমার সঙ্গে দেখা করে আমারও ভাল লাগল। আশা করি শীঘ্রই আবার দেখা হবে।'
5/10

আন্দাজ করা যায় কোহলি আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ায় কোহলি আইপিএলের পরে আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। দীর্ঘ সময়ের পর তিনি অজ়িদের বিরুদ্ধে নামবেন।
6/10

এ মাসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজ় বাতিল হওয়ায় সেই অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলিকে আবার খেলতে দেখা যাবে।
7/10

কোহলি ২০২৭ সালের বিশ্বকাপ খেলার জন্য বহু আগেই আগ্রহ প্রকাশ করেছেন। তবে তাঁর সেই বিশ্বকাপে কিন্তু খেলা নিশ্চিত নয়।
8/10

শোনা যাচ্ছে তাঁর ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলতে শীঘ্রই বসবেন বিসিসিআইয়ের বোর্ড কর্তারা।
9/10

বিশ্বকাপে এখনও দুই বছরের বেশি সময় বাকি রয়েছে। তবে সম্প্রতি বিরাটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
10/10

সেই ছবিতে কোহলির গোঁফ, দাড়ি সব পাকা। এই ছবি দেখে অনেকেই দাবি করছেন কোহলির ক্রিকেট কেরিয়ারের শেষের শুরুর হয়ে গিয়েছে। তাঁকে আর বেশিদিন খেলতে দেখা যাবে না।
Published at : 09 Aug 2025 10:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























