এক্সপ্লোর
Indian Cricket Team: বিরাট, রোহিতের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা, বিগত পাঁচ বছরে কী বলছে দুই মহাতারকার রেকর্ড?
Virat Kohli-Rohit Sharma: বর্ডার-গাওস্কর ট্রফিতে ব্যর্থতা সত্ত্বেও রোহিত, কোহলির পাশেই দাঁড়িয়েছেন কোচ গৌতম গম্ভীর।

বিরাটদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন (ছবি: পিটিআই)
1/9

সিরিজ়ের শুরুটা পারথে সেঞ্চুরি হাঁকিয়েই করেছিলেন বিরাট কোহলি। তবে সময় যত এগিয়েছে, বারংবার একইভাবে অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন তিনি।
2/9

বিরাট কোহলির এই দুর্বলতা নতুন নয়, কিন্তু এত অভিজ্ঞ একজন ব্যাটার বারংবার একইভাবে আউট হওয়ায় স্বাভাবিকভাবেই চারিদিকে সমালোচনার ঝড়।
3/9

জানুয়ারি ২০২০ সাল থেকে ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত কোহলি মোট ৩৮ ম্যাচে ৬৭ ইনিংস খেলেছেন।
4/9

কোহলি এই সময়ে ৪৯.২৬ স্ট্রাইক রেট ও ৩১.৩৩ গড়ে মোট ২০০৫ রান করেছেন।
5/9

অপরদিকে, কোহলির মতো আরেক মহাতারকা রোহিত শর্মার অবস্থাও একইরকম। কোচ গৌতম গম্ভীর দুই তারকারই অবসরের বিষয়টা খর্ব করে জানিয়ে দিয়েছেন যে দুইজনেরই এখনও ভারতীয় দলকে দেওয়ার অনেক কিছু রয়েছে।
6/9

তবে রোহিতের সমালোচনা তাতে এতটুকুও কমছে না। সিডনি টেস্টে তো তিনি একাদশেই জায়গা পাননি। যদিও সেটা দলের স্বার্থেই বলেই দাবি করেছেন ভারতীয় অধিনায়ক।
7/9

রোহিত শর্মা ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত মোট ৬৩ টি টেস্ট ইনিংস খেলেছেন।
8/9

এই সময়ে রোহিত ৩৬-র গড়ে ২১৬০ রান করেছেন মোট। সর্বাধিক ১৬১ রানের ইনিংস খেলেছেন। তবে এই রানের সিংহভাগটাই এসেছে ঘরোয়া সিরিজ়ে।
9/9

সেই কারণেই রোহিত আরও বেশি করে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন। ছবি-পিটিআই
Published at : 06 Jan 2025 06:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
