এক্সপ্লোর
Hardik Prachi: সঙ্গে কখনও অরিজিৎ, কখনও মালাইকা, হার্দিকের সঙ্গে ভাইরাল হওয়া ছবির তরুণীকে চেনেন?
Hardik Prachi Viral Photo: প্রাচী সোলাঙ্কি। বৃহস্পতিবারের আগে পর্যন্ত তাঁর নাম হয়তো অনেকেই শোনেননি। তবে বৃহস্পতিবার থেকে রীতিমতো বিখ্যাত প্রাচী।

হার্দিক-প্রাচীকে নিয়ে জল্পনা তুঙ্গে। - ইনস্টাগ্রাম
1/10

প্রাচী সোলাঙ্কি। বৃহস্পতিবারের আগে পর্যন্ত তাঁর নাম হয়তো অনেকেই শোনেননি। তবে বৃহস্পতিবার থেকে রীতিমতো বিখ্যাত প্রাচী।
2/10

কেন? কারণ, হার্দিক পাণ্ড্যর সঙ্গে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন প্রাচী। যেখানে ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের সঙ্গে রং মিলিয়ে পোশাক পরে দেখা গিয়েছে তরুণীকে।
3/10

হার্দিকের হাত ধরে রিল বানিয়েছেন প্রাচী। পিছনে বাজছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের সিনেমার বিখ্যাত গান, 'চাহে জিসে দূর সে দুনিয়া, ওহ মেরি করিব হ্যায়।'
4/10

প্রাচীর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সেই সঙ্গে সকলেই কৌতূহলী হয়ে পড়েছেন জানতে, কে এই প্রাচী? কী তাঁর পরিচয়?
5/10

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় প্রাচী। বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।
6/10

কখনও অভিনেতা বরুণ ধবনের সঙ্গে ছবি তুলেছেন, তো কখনও সেলফি অরিজিৎ সিংহের সঙ্গে।
7/10

মালাইকা অরোরা খানের সঙ্গেও ছবি রয়েছে প্রাচীর। একটি ভিডিওতে দুজনকে খোশমেজাজে দেখা গিয়েছে।
8/10

প্রাচী পেশায় মেক আপ আর্টিস্ট। পাশাপাশি নিজের পরিচয় দেন ডিজিটাল ক্রিয়েটর হিসাবেও।
9/10

ক্রিকেট ভালবাসেন। ক্রিকেট মাঠেও দেখা গিয়েছে প্রাচীকে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও একাধিক ম্যাচে মাঠে গিয়েছিলেন।
10/10

আপাতত হার্দিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর জল্পনা। নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে হার্দিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝে তিনিই কি বঢোদরার অলরাউন্ডারের নতুন মনের মানুষ? ছবি - প্রাচীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
Published at : 12 Jul 2024 04:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
