এক্সপ্লোর
ATK MB: একসঙ্গে ৪ অধিনায়কের নাম ঘোষণা করল এটিকে মোহনবাগান
Durand Cup 2022: ডুরান্ড কাপের দল ঘোষণা করল মোহনবাগান, কারা সুযোগ পেলেন?

ATK Mohun Bagan
1/9

আসন্ন মরসুমের জন্য (২০২২-২৩) এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) দল ও অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হল।
2/9

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, চারজনকে অধিনায়ক করা হল।
3/9

এটিকে মোহনবাগানের চার অধিনায়ককে বেছে নিলেন কোচ জুয়ান ফেরান্দো।
4/9

পাশাপাশি ডুরান্ড কাপের (Durand Cup) জন্য সাতাশ জন ফুটবলারকেও বেছে নিলেন স্প্যানিশ কোচ।
5/9

যে চারজনকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে তাঁরা হলেন জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা, প্রীতম কোটাল এবং শুভাশিস বসু।
6/9

এঁদের মধ্যে তিন ফুটবলারই গত মরসুমে দলে ছিলেন। পোগবা এবারই প্রথম খেলবেন সবুজ মেরুন জার্সিতে।
7/9

এদিনই আবার পোগবার জন্মদিন। শুক্রবার অনুশীলনের সময় তাঁর জন্মদিন পালিত হয়। বিশেষ এই দিনে বড় দায়িত্ব প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত পোগবা।
8/9

মুখ্যমন্ত্রীর ইস্টবেঙ্গলের সংগ্রহশালা উদ্বোধনের দিনেই দলবদলে বড় ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল । মঙ্গলবারই নৈহাটিতে ইস্টবেঙ্গলের হয়ে দারুণ ফুটবল খেলেছিলেন দেবনাথ মণ্ডল (Debnath Mondal)। আর ঠিক তার পরের দিনই তাঁকে সই করিয়ে সকলকে চমকে দিল এটিকে মোহনবাগান।
9/9

মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনবার লাল-হলুদের অবধারিত গোল সেভ করেন দেবনাথ । কার্যত তাঁর হাতেই প্রস্তুতি ম্যাচ হলেও হার বেঁচেছিল লাল-হলুদের । কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই তিনি বিপক্ষের শিবিরে ।
Published at : 19 Aug 2022 06:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
