এক্সপ্লোর
Highest Centuries in Test Cricket : কেন-ব্র্যাডম্যানকে ছুঁলেন উইলিয়ামসন, টেস্ট শতরানের নজিরে কে কোথায় ?
Kane Williamson : বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ২৯ তম শতরান হাঁকিয়েছেন কেন উইলিয়ামসন। টেস্ট সেঞ্চুরির ভিত্তিতে ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি ও ডন ব্র্যাডম্যানকে।

Highest Centuries in Test Cricket
1/10

টানা চার টেস্টে শতরান। প্রথম কিউয়ি ব্যাটার হিসেবে অনন্য নজির গড়েছেন কেন উইলিয়ামসন। ২৯ তম টেস্ট শতরানের হাঁকিয়ে ছুয়েছেন বিরাট কোহলি ও স্যার ডন ব্র্যাডম্যানকে।
2/10

শত শতরানের মালিক সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) টেস্ট শতরানের বিচারে রয়েছেন সকলের ধরাছোঁয়ার বাইরে। মাস্টার ব্লাস্টারের ৫১ টি সেঞ্চুরি রয়েছে টেস্টে।
3/10

সবার্ধিক টেস্ট শতরানের বিচারে বিশ্বে দুই নম্বরে রয়েছেন জ্যাক কালিস (Jacques Kallis)। ১৬৬ টেস্টে ৪৫ সেঞ্চুরি রয়েছে জ্যাকের।
4/10

টেস্ট শতরানের ভিত্তিতে তিনে রিকি পন্টিং (Ricky Ponting)। ১৬৮ টেস্টে ৪১ টি সেঞ্চুরি রয়েছে কিংবদন্তি অজি ব্যাটারের।
5/10

কুমার সাঙ্গাকারার (Kumar Sangakkara) ঝুলিতে ৩৮ শতরান। মাত্র ১৩৮ টেস্টে যা হাঁকিয়ে সর্বকালের সর্বাধিক শতরানকারীদের তালিকায় চার নম্বরে সাঙ্গা।
6/10

ভারতীয় দলের কোচ হিসেবে চুক্তি বাড়া রাহুল দ্রাবিড় (Rahul Dravid) রয়েছেন পাঁচ নম্বরে। ১৬৪ টেস্টে ৩৬ শতরান রয়েছে দ্রাবিড়ের।
7/10

টেস্ট ক্রিকেটে সর্বাধিক শতরানকারীদের তালিকায় তার পরেই রয়েছেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটারের ঝুলিতে রয়েছে ৩৪ শতরান।
8/10

টেস্ট ক্রিকেটে ৩৪ শতরানের মালিক আরও তিনজন। যাঁরা হলেন সুনীল গাভাসকার, ইউনিস খান ও মাহেলা জয়বর্ধনে।
9/10

টেস্ট ক্রিকেটে ৩২ শতরান রয়েছে স্টিভ স্মিথের। টেস্ট শতরানের ভিত্তিতে একই জায়গায় স্টিভ ও-ও। একধাপ এগিয়ে রয়েছেন অ্যালেস্টার কুক (৩৩)।
10/10

ম্যাথু হেডেন, শিবনারায়ণ চন্দ্রপল ও জো রুটের ঝুলিতের রয়েছে ৩০ টি করে টেস্ট শতরান।
Published at : 30 Nov 2023 11:10 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
