এক্সপ্লোর
IND vs AFG: বাদ পড়বেন পন্থ? আফগানিস্তানের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
IND vs AFG Super 4: এ বারের এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। দুই দলই ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দল একাদশে কী কী বদল করতে পারে?

নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি ভারত (ছবি: বিসিসিআই ট্যুইটার)
1/11

ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। গত ম্যাচে দারুণ ছন্দে দেখিয়েছে তাঁকে।
2/11

রোহিতের সঙ্গে নিজের ফর্মে ফেরার কাজ চালিয়ে যাবেন কেএল রাহুল। তিনিই ওপেন করবেন।
3/11

গত ম্যাচে খারাপ শট খেলে আউট হওয়ার পর, বিরাট কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে আবারও নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন।
4/11

টি-টোয়েন্টি দলে ভারতের সেরা ব্যাটারদের মধ্যে একেবারে শীর্ষের দিকেই নাম থাকবে সূর্যকুমার যাদবের। তিনি এই ম্যাচে খেলবেনই।
5/11

পরপর ব্যর্থতার পর হয়তো ঋষভ পন্থকে এই ম্যাচে দলের বাইরে বসতে হতে পারে। তাঁর বদলে দীনেশ কার্তিক দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
6/11

অক্ষর পটেল হয়তো অবশেষে দীপক হুডার বদলে ভারতীয় একাদশে এই ম্যাচে সামিল হবেন।
7/11

হার্দিক পাণ্ড্য তো অলরাউন্ডার হিসাবে খেলবেনই।
8/11

রবিচন্দ্রন অশ্বিন গত ম্যাচে ভাল বল করেছেন। তাঁর ও যুজবেন্দ্র চাহালের মধ্যে একজন সম্ভবত এই ম্যাচ খেলবে। অশ্বিনকে কিন্তু আরেকটা সুযোগ দেওয়া যেতেই পারে।
9/11

খবর অনুযায়ী অসুস্থ আবেশ খানের বদল ভারতীয় স্কোয়াডে জায়গা পেতে চলেছেন দীপক চাহার। তিনি কিন্তু একাদশে থাকার প্রবল দাবিদার।
10/11

বিগত দুই ম্যাচ ভুবনেশ্বর কুমারের জন্য একদমই ভাল কাটেনি। তবে দলের বোলিং বিভাগের নেতা ভুবির দলে জায়গা পাওয়া নিয়ে খুব বেশি সন্দেহের অবকাশ নেই।
11/11

অর্শদীপ গোটা টুর্নামেন্টেই ভাল পারফর্ম করেছেন। তিনি একাদশে বিশেষজ্ঞ বোলার হিসাবে সুযোগ পেতে পারেন।
Published at : 08 Sep 2022 02:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
