এক্সপ্লোর
IND vs AUS 3rd T20I: দলে ফিরবেন উমেশ? সিরিজ নির্ণায়ক ম্যাচে কেমন হবে ভারতীয় একাদশ?
Rishabh Pant: গত ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে সম্ভবত বাদ পড়তে পারেন ঋষভ পন্থ। কেমন হতে পারে এই ম্যাচে ভারতীয় একাদশ?

কেমন হবে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় একাদশ?
1/11

গত ম্যাচে দুর্দান্ত ৪৬ রানের ইনিংসে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। স্বাভাবিকভাবেই তৃতীয় ওয়ান ডেতে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।
2/11

এই সিরিজে এখনও পর্যন্ত রান পাননি বিরাট কোহলি। গত ম্যাচেও ১১ রানে আউট হন তিনি। তাই রান পেতে মরিয়া হয়ে মাঠে নামবেন কোহলি।
3/11

রোহিতের সঙ্গে ওপেন করবেন কেএল রাহুলই।
4/11

সূর্যকুমার যাদব তো ভারতীয় মিডল অর্ডারে খেলবেনই। তিনি সম্ভবত চার নম্বরেই ব্যাট করবেন।
5/11

অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য টি-টোয়েন্টিতে মতান্তরে ভারতীয় টিম শিটে প্রথম নাম। তাঁর ব্যাটিং ও বোলিংয়ের দক্ষতা দলকে ভারসাম্য প্রদান করে।
6/11

গত ম্যাচে ব্যাটে নেমেই ছয় ও চার মেরে ভারতকে জিতিয়েছিলেন দীনেশ কার্তিক। 'ফিনিশার' কার্তিক দলে না থাকলেও বরং তা বেশি বিস্ময়ের হবে।
7/11

গত ম্যাচে বল হাত দুরন্ত পারফর্ম করেছিলেন অক্ষর পটেল। দলের দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে তাঁর স্খানও পাকা।
8/11

গত দুই ম্যাচে হর্ষলের বোলিং সমালোচনার মুখে পড়েছে বটে। তবে তাঁকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে এই ম্যাচে।
9/11

উমেশ যাদব প্রথম ম্যাচে উইকেট পেলেও তাঁকে গত ম্যাচে বাদ পড়তে হয়েছিল। সম্ভবত তিনি এই ম্যাচে ফিরবেন।
10/11

জসপ্রীত বুমরার বোলিং ফিটনেস ফিরে পাওয়ার জন্য তাঁর খেলাটা জরুরি। বড় ফেরবদল না হলে, তিনিও দলে থাকবেন।
11/11

বিশেষজ্ঞ স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালই হয়তো সুযোগ পেতে চলেছেন।
Published at : 24 Sep 2022 11:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
