এক্সপ্লোর
Rishabh Pant Test Record: কনিষ্ঠতম উইকেটকিপার হিসাবে টেস্টে ২ হাজার রান, এজবাস্টনে একাধিক রেকর্ড পন্থের

Rishabh Pant
1/9

ব্যাট হাতে তিনি ধারাবাহিকতা দেখাতে পারেন না বলে অনেকে অভিযোগ করেন। কেউ কেউ এ-ও বলেন যে, তাঁকে নিয়ে অহেতুক নাচানাচি করা হয়। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো কিংবদন্তিরা বারবার তাঁর হয়ে জোরাল সওয়াল করেছেন।
2/9

কেন সৌরভের মতো জহুরিরা তাঁকে নিয়ে এত আশাবাদী, ফের একবার প্রমাণ করে দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ঝোড়ো সেঞ্চুরি করলেন পন্থ।
3/9

বিদেশের মাটিতে টেস্টে চাপের মুখে বড় ইনিংস খেলাকে যিনি অভ্যাসে পরিণত করেছেন। ৮৯ বলে সেঞ্চুরি করলেন পন্থ। তাঁর ইনিংস লড়াইয়ে রাখল ভারতকেও (Ind vs Eng)।
4/9

শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে আউট হলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল ১৯টি চার ও চারটি ছক্কা।
5/9

টেস্ট ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম উইকেটকিপার হিসাবে ২০০০ রান পূর্ণ করলেন পন্থ। যে নজির মহেন্দ্র সিংহ ধোনি, অ্যাডাম গিলক্রিস্টের মতো কিংবদন্তিদেরও নেই।
6/9

আরও একটি রেকর্ড গড়লেন পন্থ। তিনিই হলেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি ছক্কা মারা তারকা।
7/9

শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। একে রোহিত শর্মা, কে এল রাহুলরা নেই। তার ওপর ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। বল হাতে আগুন ঝরাচ্ছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসরা।
8/9

ক্রিজে গিয়ে পাল্টা মারের কৌশল নেন পন্থ। আগ্রাসী ব্যাটিং যাঁর স্বভাবজাত। শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে জো রুটের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।
9/9

পন্থের ইনিংস দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। সচিন ট্যুইট করেছেন, 'অসাধারণ ইনিংস পন্থ। দারুণ খেলেছো'। জাডেজার ইনিংসেরও প্রশংসা করেছেন সচিন। ছবি - বিসিসিআই
Published at : 02 Jul 2022 12:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
