এক্সপ্লোর
IND vs NED: নজরে রোহিত, রাহুলদের ফর্ম, নেদারল্যান্ডসের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বিশেষজ্ঞদের মতে দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দলে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে। হার্দিক পাণ্ড্যকে এই ম্যাচের বিশ্রাম দেওয়ারও প্রস্তাব দিয়েছেন অনেকে।

কেমন হবে ভারতীয় একাদশ? (ছবি: রাহুলের ট্যুইটার)
1/11

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্বে বদল ঘটার সম্ভাবনা কম। রোহিত শর্মাকেই ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাবে।
2/11

তবে রোহিত ও তাঁর ওপেনিং পার্টনার কেএল রাহুলের ফর্মের ওপর নজর থাকবে। দুইজনেই প্রথম ম্যাচে চার রানে আউট হয়েছিলেন।
3/11

পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় ইনিংস খেলার পর ডাচদের বিরুদ্ধেও অনবদ্য ফর্ম বজায় রাখার লক্ষ্যে মাঠে নামবেন বিরাট কোহলি।
4/11

প্রথম ম্যাচে সূর্যকুমার যাদব ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। তবে আইসিসির ক্রমতালিকায় ভারতের এক নম্বর ব্যাটার রানে ফিরতে মরিয়া হবেন।
5/11

হার্দিক পাণ্ড্যকে নিয়েই বড় প্রশ্নচিহ্ন। অনেকেই তাঁকে বিশ্রাম দেওয়ার উপদেশ দিয়েছেন। তবে পারশ মামব্রে স্পষ্ট জানিয়েছেন এই নিয়ে কোনও কথাই হয়নি দলে।
6/11

কিপার হিসাবে সম্ভবত এই ম্যাচেও মাঠের বাইরে বসবেন ঋষভ পন্থ। দীনেশ কার্তিককে ফের একবার ভারতের হয়ে উইকেটের পিছনে দেখা যেতে পারে।
7/11

রবিচন্দ্রন অশ্বিনের বদলে যুজবেন্দ্র চাহালকে এই ম্যাচে পরখ করে দেখা যেতে পারে। তবে এক ম্যাচ পরেই অশ্বিনকে বসানোর সম্ভাবনা কমই।
8/11

রবীন্দ্র জাডেজার অনুপস্থিতিতে ভারতীয় দল অক্ষর পটেলর ওপর অনেকটাই ভরসা দেখিয়েছে। অক্ষর এই ম্যাচে না খেললে তা খানিকটা চমকপ্রদই হবে।
9/11

ভারতীয় পেস বোলিং আক্রমণে তো বদল ঘটানোর সম্ভাবনা আরও কম। ভুবনেশ্বর কুমার খেলবেন।
10/11

মহম্মদ শামি গত ম্যাচে বেশ প্রভাবিত করেছিলেন। তাই তাঁকে বসানোর সম্ভাবনা নেই বললেই চলে।
11/11

অর্শদীপ সিংহ পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছিলেন। তাঁর আজকের ম্য়াচে মাঠে নামা কার্যত পাকা।
Published at : 27 Oct 2022 09:02 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
