এক্সপ্লোর
দলে একাধিক বদলের সম্ভাবনা, শেষ ওয়ান ডেতে সুযোগ পাবেন শাহবাজ?
India vs Zimbabwe 3rd ODI: সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডেতে সোমবার মুখোমুখি ভারত-জিম্বাবোয়ে। সিরিজ পকেটে পুরে নেওয়ায় শেষ ওয়ান ডেতে একাদশে কী কী বদল ঘটাতে পারে ভারত?

তৃতীয় ওয়ান ডেতে ভারতের সম্ভাব্য একাদশ (ছবি: বিসিসিআই)
1/11

ওপেনিং বা পরের দিকে, কেএল রাহুল যত নম্বরেই ব্যাট করুন, তাঁর দিকে নজর থাকবেই। গত ম্যাচে মাত্র এক রানে আউট হওয়ার পর এই ম্যাচে বড় রান করতে মুখিয়ে থাকবেন তিনি।
2/11

এই ম্য়াচে শিখর ধবনের ওপেনিংয়ে নামা বিন্দুমাত্রও প্রশ্নচিহ্ন নেই। তাঁর খেলা পাকা।
3/11

শুভমন গিলের সামনে নিজের ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ। এখনও তিনিই সিরিজে সর্বাধিক, মোট ১১৫ রান করেছেন।
4/11

গত ম্যাচে ব্যর্থ হলেও ঈশান কিষাণ সম্ভবত আরেকটি সুযোগ পাবেন এই ম্য়াচে।
5/11

কিষাণকে কিপার হিসাবে খেলিয়ে রুতুরাজ গায়কোয়াড়কে খেলোনোর সুযোগ থাকলেও, সম্ভবত সঞ্জু স্যামসন দলে নিজের জায়গা ধরে রাখবেন।
6/11

ব্যাট হোক বা বল, সুযোগ পেলেই দীপক হুডা বেশ ভালই পারফর্ম করেছেন, তাই তাঁর দলে থাকা উচিত।
7/11

এই সিরিজে অক্ষর পটেলের বদলি বদলতে শাহবাজ আহমেদ। সদ্য দলে আসা শাহবাজকে সম্ভবত এই সিরিজে সুযোগ দেওয়া হবে না। অক্ষরই তৃতীয় ম্যাচেও খেলবেন।
8/11

প্রথম ম্যাচে সেরা হয়েও, চোটের জন্য দ্বিতীয় ওয়ান ডে খেলা হয়নি। তবে শেষ ওয়ান ডেতে শার্দুল ঠাকুরের বদলে দলে ফেরার সম্ভাবনা দীপক চাহারের।
9/11

দলে কুলদীপের বিকল্প নেই, তাই তাঁর সিরিজের শেষ ম্যাচ খেলা কার্যত নিশ্চিত।
10/11

এর আগে সিরিজের একটিও ম্যাচে খেললেনি। তবে মহম্মদ সিরাজের বদলে এই ম্য়াচে বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে সুযোগ পেতে পারেন আবেশ খান।
11/11

প্রসিদ্ধ কৃষ্ণ সম্ভবত দ্বিতীয় বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসাবে দলে নিজের জায়গা ধরে রাখবেন
Published at : 21 Aug 2022 11:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
