এক্সপ্লোর
Ravichandran Ashwin Birthday: ৩৬-এ পা দিলেন রবিচন্দ্রন অশ্বিন, এক নজরে ভারতীয় তারকার ১০ অনন্য রেকর্ড
Ravi Ashwin: ওপেনিং ব্যাটার ও মিডিয়াম পেসার হিসাবে কেরিয়ার শুরু করে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। জন্মদিনে ফিরে দেখা অশ্বিনের ১০ অনন্য রেকর্ড

অশ্বিনের ১০ অনন্য রেকর্ড
1/10

একমাত্র স্পিনার হিসাবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার কৃতিত্ব রয়েছে অশ্বিনের দখলে।
2/10

ভারতীয় বোলার হিসাবে টেস্টে আইসিসির ক্রমতালিকায় অশ্বিনের ৯০৪-ই সর্বোচ্চ রেটিং পয়েন্ট।
3/10

টেস্টে দ্রুততম বোলার হিসাবে ২৫০, ৩০০ ও ৩৫০ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় হিসাবে দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০ ও ৪০০তম উইকেট কৃতিত্বও অশ্বিনের দখলে।
4/10

ভারতের হয়ে টেস্টে সর্বাধিক নয়বার সিরিজ সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই কৃতিত্ব অন্য কোনও ভারতীয়র নেই।
5/10

ভারতের হয়ে এক বছরে (২০১৬) সর্বাধিকবার পাঁচ উইকেট (আট বার) ও ১০ উইকেট (তিন বার) নিয়েছেন তিনি।
6/10

ভারতের হয়ে সর্বাধিক তিনবার একই ম্যাচে পাঁচ উইকেট নেওয়া ও শতরান করার কৃতিত্ব রয়েছে অশ্বিনের দখলে।
7/10

টেস্টে আট নম্বরে ব্যাট করে অশ্বিনের থেকে অধিক শতরান (তিন) করার কৃতিত্বও অন্য কোনও ভারতীয়র নেই।
8/10

টেস্টের সর্বকালের ইতিহাসে বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে পরিসংখ্যানের বিচারে অশ্বিনই সফলতম বোলার।
9/10

অশ্বিনই একমাত্র ভারতীয় যিনি পরপর তিন বছর (২০১৫ থেকে ২০১৭) ৫০-র অধিক টেস্ট উইকেট নিয়েছেন।
10/10

টেস্টে ভারতের হয়ে সর্বাধিকবার উভয় ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন।
Published at : 17 Sep 2022 04:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
